-273ºc,
Friday, 2nd June, 2023 3:57 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাংসদ পদ খারিজ হওয়ার পরে এবার রাহুল গান্ধির মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়ার তোড়জোড় শুরু করছে মোদি সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই নগরোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের তুঘলক রোডের বাড়ি থেকে রাহুল গান্ধিকে উচ্ছেদের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ পাওয়ার পরেই প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বাড়ি ছাড়ার জন্য নোটিশ তৈরির কাজে নেমে পড়েছেন নগরোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।
২০০৪ সালে উত্তরপ্রদেশের আমেথি থেকে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি। তার পরেই লোকসভার পক্ষ থেকে তাঁকে রাজধানীর ১২ নম্বর তুঘলক লেনের বাংলো বরাদ্দ করা হয়েছিল। যদিও সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরে প্রায় বছর খানেক ধরেই মা সোনিয়া গান্ধির ১০ নম্বর জনপথের বাংলোতে থেকেছেন তিনি। শেষ পর্যন্ত ২০০৫ সালে তুঘলক লেনের বাংলোয় উঠে যান তিনি। তার পর থেকে গত ১৮ বছর ওই বাংলোতেই ছিলেন।
কিন্তু শুক্রবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদ পদ খারিজের পরেই তুঘলক লেনের বাংলো থেকে রাহুলকে উচ্ছেদ করতে ঝাঁপিয়ে পড়েছে মোদি সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক নগরোন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘সাংসদ হিসেবে ১২ নম্বর তুঘলক লেনের বাংলোয় থাকার সুযোগ পাচ্ছিলেন রাহুল। যেহেতু তিনি আর সাংসদ নন, তাই বাংলোয় থাকার যোগ্যতাও হারিয়েছেন। ফলে সরকারি বাংলো তাঁকে ছাড়তে হবে।’ সূত্রের খবর, উচ্ছেদ নোটিশ পৌঁছনোর আগেই রাহুল ১২ নম্বর তুঘলক লেনের বাংলো ছেড়ে দিয়ে ফের ১০ নম্বর জনপথে মা সোনিয়া গান্ধির কাছে উঠতে পারেন।’