এই মুহূর্তে




হাড়হিম করা খবর, রাজস্থানের রণথাম্ভোর জাতীয় উদ্যান থেকে উধাও ২৫টি বাঘ




নিজস্ব প্রতিনিধি: হাড়হিম করা ঘটনা। রাজস্থানের সওয়াই মাধোপুরে অবস্থিত রণথাম্ভোর টাইগার ন্যাশনাল পার্ক থেকে উধাও ২৫ টি বাঘ, যা কিনা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু হয়েছে। যদিও পশু নিখোঁজ হওয়ার ঘটনা এই প্রথম নয়। বর্তমানে রণথাম্ভোর টাইগার ন্যাশনাল পার্কে মোট ৭৫ টি বাঘ রয়েছে। যার মধ্যে থেকেই ২৫ টি বাঘের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। এমনকী একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রণথাম্ভোর টাইগার ন্যাশনাল পার্কে গত ১ বছরেরও বেশি সময় ধরে ১৪ টি বাঘের বেঁচে থাকার প্রমাণ মেলেনি।

এমনকী ক্যামেরা বা কোনও ফাঁদ পেতে বা অন্য কোনও উপায়েও ১১ টি বাঘের খোঁজ মেলেনি। এর মধ্যেই ২৫ টি বাঘের নিখোঁজ হওয়ার খবর রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে পার্ক চত্বরে। রাজস্থানের প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন পবন উপাধ্যায় এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি রণথাম্ভোরে বাঘ নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে বাঘের সন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছর ধরে ক্যামেরা ফাঁদ বা অন্য কোনও উপায়ে ১১টি বাঘ দেখা যায়নি। জাতীয় উদ্যানে এক বছরের বেশি সময় ধরে ১৪টি বাঘের বেঁচে থাকারও কোনও প্রমাণ নেই। অবশেষে এই বিষয় সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে রাজস্থান সরকার। এবং একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত এক বছরে রণথাম্ভোর টাইগার ন্যাশনাল পার্ক থেকে কীভাবে প্রায় এক-তৃতীয়াংশ বাঘ উধাও হয়ে গেল, তা নিয়েও প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, রাজস্থান সরকারের বন বিভাগ এই বিষয়ে রণথম্ভোরের ক্ষেত্র পরিচালককে ক্রমাগত চিঠি পাঠিয়েছে। কিন্তু এ বিষয়ে সন্তোষজনক উত্তর না পাওয়া যাওয়ায় রাজস্থান সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, নিখোঁজ বাঘের বিষয়ে খোঁজ নিতে প্রধান বন্যপ্রাণী APCCF রাজেশ গুপ্তার সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য হয়েছেন, সিসিএফ জয়পুরের টি মোহনরাজ এবং ডিসিএফ ভরতপুরের মান সিং। কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এর আগে রণথাম্ভোরে মৃত বাঘ টি-৮৬-এর ময়নাতদন্ত করা হয়েছিল, যেখান থেকে উঠে এসেছিলো হাড়হিম করা খবর। পোস্টমর্টেম রিপোর্টে জানানো হয়েছিল যে, মৃত বাঘটিকে বিস্ফোরক ও একটি কুড়াল দিয়ে হত্যা করা হয়েছে। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা, ক্ষুব্ধ জনতা

‘রাখে হরি, মারে কে?’ বাসের তলায় চাপা পড়েও প্রাণে বাঁচল যুবক

ভোপালের সরকারি শুটিং প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী ১৭ বছর বয়সী ছাত্র

পানীয়ে গুটখা মিশিয়ে উদ্ভট রেসিপি আবিষ্কার বিক্রেতার, ‘বিমল শিকাঞ্জি’ দেখে থ মেরে গেলেন নেটিজেনরা

সুখবীর বাদলকে কঠোর সাজা অকাল তখতের, স্বর্ণমন্দিরের শৌচালয়-এঁটো বাসন পরিস্কারের নির্দেশ

পাল্টাচ্ছে বিয়ের রীতি, জুতো চুরির জন্যে বর পেলেন আড়াই কোটি টাকা, ভিডিও ঘিরে চর্চা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর