এই মুহূর্তে




বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের হাতে বেধড়ক মার খেতে হল আবাসনের বাসিন্দাদের




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: মান আর হুঁশ- এই নিয়েই নাকি মানুষ। ইদানিং মানুষ শব্দটা যেন প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে নিজের দিকেই বারবার। দিনে দিনে নির্মমতার প্রতিশব্দ হয়ে উঠছে মানুষ। গ্রেটার নয়ডার একটি বহুতল আবাসনের নিরাপত্তাকর্মী এবং রক্ষণাবেক্ষণ কর্মীদের কীর্তিতে প্রশ্ন জাগে, মানবিকতা বলে কি আদৌ কিছু বেঁচে রয়েছে পৃথিবীতে। ওই আবাসনের বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ এনেছিলেন। সেই ওপরাধেই তাঁদের সহ্য করতে হল ঘুষি, লাথি, লাঠি দিয়ে বেধড়ক মার।

বৃহস্পতিবার রাতে ইকোভিলেজ-১ সোসাইটিতে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে রক্ষী এবং অন্যান্য কর্মীদের লাঠি দিয়ে কিছু বাসিন্দাকে আঘাত করতে দেখা যাচ্ছে। অন্য আর একটি ক্লিপে দেখা যাচ্ছে যে, তিন থেকে চারজন লোক কাছাকাছি দাঁড়িয়ে থাকা একটি শিশুকে সমানে ঘুষি মারছে, লাথি চালাচ্ছে।

পুলিশের মতে, আবাসন কমপ্লেক্সে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট থাকায় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা রক্ষণাবেক্ষণ কর্মীদের কাছে অভিযোগ জানাতে যান। কিন্তু রক্ষণাবেক্ষণ কর্মীরা কোনও তথ্য না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পরেই, রক্ষণাবেক্ষণ কর্মী এবং কিছু নিরাপত্তারক্ষী হিংস্র হয়ে ওঠে।

 

নির্যাতিতদের মধ্যে একজন বাসিন্দা বলেন, “দুই থেকে তিন ঘন্টা ধরে বিদ্যুৎ আসেনি। রক্ষণাবেক্ষণ কর্মীরা আমাদের ফোন ধরছিলেন না, তাই আমরা নীচে চলে গিয়েছিলাম। আমরা গিয়ে দেখি আরও কিছু বাসিন্দা ইতিমধ্যেই নীচে গিয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চাইছেন। আমরা যখন কথা বলছিলাম, তখন রক্ষণাবেক্ষণ কর্মীদের কয়েকজন সদস্য আমাদের ঘুষি মারতে শুরু করে। অন্যরা আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করলে একজন লোক এসে আমার কলার চেপে ধরে। থাপ্পড়ও মারে। আমার সন্তানরা কোণে দাঁড়িয়ে কাঁদছিল।”

রক্ষণাবেক্ষণ বিভাগের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রবীন্দ্র, সোহিত, শচীন কুন্তল এবং বিপিন কাসানা। সেন্ট্রাল নয়ডার ডিসিপি শক্তি মোহন জানিয়েছেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মামলা দায়ের করেছি। সোসাইটির বাসিন্দাদের উপর হামলার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করেছি।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

‘জন্মদিনে দারুণ উপহার পেলাম’, আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য

মোদির বঙ্গ সফরের দিনে নাড্ডার বাসভবনে দিলীপ ঘোষ

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

৬০ স্কুলে হুমকি মেল, সাত সকালে দিল্লি-বেঙ্গালুরু জুড়ে বোমাতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ