28ºc, Haze
Saturday, 2nd July, 2022 8:08 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একনাথকে শিন্ডের নেতৃত্বাধীন বিদ্রোহীদের মুম্বই ফেরার সময়সীমা বেঁধে দিলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) । জানিয়ে দিলেন আগামী ২৪ ঘণ্টা তারা মুম্বই ফিরে তাঁর সঙ্গে আলোচনায় বসুক। জোট ছাড়তে তিনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না। কিন্তু গুয়াহাটি (Guwahati) বসে এই নিয়ে কোনও আলোচনা হবে না। আলোচনা করতে হলে মুম্বই এসে করতে হবে।
একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে থাকা ৪১ বিধায়ক বর্তমানে অসমের একটি রিসর্টে রয়েছে। তাদের আবার দেখভালের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় আরও এক বিধায়ক শিন্ডে শিবিরে যো দেওয়ার বিদ্রোহী বিধায়কদের সংখ্যা বেড়ে হল ৪২। যদিও সেখানেও গোলমাল শুরু হয়েছে।
বিদ্রোহী বিধায়ক দীপক কেসকর আবার জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (CM) পদ থেকে উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য নয়। উদ্ধবের নেতৃত্বে মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপি জোটের সরকার গঠনের লক্ষ্যে তারা একজোট হয়েছেন। কেসকরের দাবি, আগামী দু-একদিনের মধ্যে তাদের শিবিরে আরও কয়েকজন যোগ দিতে পারে। শিবসেনার স্বস্তি তারা এখনও সমর্থন প্রত্যাহার করেননি।
তবে দলের শীর্ষ নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) জানিয়েছে, যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ দেখাচ্ছে, তারা খুব শীঘ্রই আন্দোলনে ইতি টানবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকার শরিক কংগ্রেস এবং এনসিপি শিবসেনা নেতৃত্বকে বলেছে, মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধবকে সরিয়ে একনাথ শিন্ডেকে বসালেই সমস্যা মিটে যাবে। জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার।
আরও পড়ুন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার জন্য তৈরি, বাগী বিধায়কদের বার্তা উদ্ধবের