নিজস্ব প্রতিনিধি: শুক্র সকালে ভয়াবহ এক শুটআউটের সাক্ষী থাকল দিল্লির রোহিণী আদালত। আদালত চত্বরেই গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে গুলি করে খুন করে তারই প্রতিপক্ষ দলের দুই বন্দুকবাজ। পরে পুলিশের গুলিতে তারাও নিহত হয়। এই গোলাগুলির ঘটনায় আদালত চত্বরে থাকা অনেক সাধারণ মানুষই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একজন মহিলা আইনজীবী গুলিবিদ্ধও হয়েছেন। এদিনের এই ঘটনার প্রতিবাদেই এবার আগামী শনিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিলেন দিল্লির আইনজীবীরা।
এদিন দিল্লি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, ‘দিল্লির সমস্ত জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের সমন্বয় কমিটির দেওয়া আহ্বানের পরিপ্রেক্ষিতে, দিল্লির রোহিণী আদালতে হওয়া আজকের দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নিরাপত্তা বিধি সংশোধনের কারণে আদালতের কাজ স্থগিত থাকবে।‘
উল্লেখ্য, এদিন সকাল ১১টার দিকে দিল্লির রোহিণী আদালতে গ্যাংস্টার জিতেন্দ্রকে বিচারকের সামনে পেশ করার কথা ছিল। আদালতের ২০৭ নম্বর কক্ষে সেই কাজই চলছিল। তখনই সেই ঘরে দুই বন্দুকবাজ আইনজীবীর ছদ্মবেশে ঘরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতেন্দ্রর। অন্যদিকে পুলিশের গুলিতে মারা যায় ওই দুই বন্দুকবাজ।