33ºc, Clouds
Saturday, 21st May, 2022 8:31 am
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী তালাকা প্রকাশ করল। প্রথম দফায় প্রার্থীর সংখ্যা ১৫৯। অখিলেশ যাদব প্রতিদ্বন্দ্বিতা করবেন বাবার কেন্দ্র কারহাল থেকে। নাহিদ হাসান লড়বেন কৈরানা বিধানসভা কেন্দ্র থেকে। প্রার্থী তালিকায় নাম রয়েছেন শিবপাল সিং যাদবেরও। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন যশবন্তনগর বিধানসভা কেন্দ্র থেকে।
দলবদলুরাও টিকিট পেয়েছেন। টিকিট পেয়েছেন কংগ্রেস থেকে আসা সুপ্রিয়া অরুণকে, বিএসপি থেকে আসা দাদ্দু প্রসাদ, পদ্ম শিবির থেকে আসা ব্রিজেন্দ্র প্রজাপতি। আর কয়েকদিনের মধ্যে বাকি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
এদিনে প্রকাশিত প্রার্থী তালিকার মধ্যে চমক শিবপাল যাদবের। খুব বেশি দিনের কথা নয়। ভাইপো অখিলেশের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে গিয়েছিলেন কাকা। বলা যেতে পারে সমাজবাদি পার্টির ঘরে অশান্ত লেগে গিয়েছিল। মুলায়ম সিং যাদবকে সেই সময় কার্যত ডেইলি প্যাসেঞ্জার হয়ে গিয়েছিলেন। আজ সকালে দিল্লি, তো বিকেলে দিল্লি থেকে লখনউ।
তবে বৃদ্ধ বয়সেও খুব একটা স্বস্তিতে নেই যদুপতি। পুত্রবধূ যোগ দিয়েছেন বিজেপি শিবিরে। যোগদানের পরের দিন লখনউ এসে শ্বশুরমশাইয়ের আশীর্বাদ প্রার্থনাও করেন। ফলে, রীতিমতো অস্বস্তিতে রয়েছেন মুলায়ং সিং যাদব।
অখিলেশ যাদব যে বাবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা আগেই জানা গিয়েছিল। দরকার ছিল সরকারি ঘোষণার। সোমবার বিকেলে দলের তরফ থেকে প্রকাশিত প্রার্থী তালিকায় সেই খবরকে সিলমোহর দিল।