26ºc, Rain
Sunday, 14th August, 2022 11:48 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বাতিল মামলায় সুপ্রিম কোর্টে (The Supreme Court) মুখ পড়ুল একনাথ শিবিরের (Eknath Shinde faction)। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি কৃষ্ণ মুরারি এবং বিচারপতি হিমা কোহলির ডিভিশন (Division) বেঞ্চ জানিয়েছে, ‘মহারাষ্ট্রের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা আদালতে এসেছিলেন বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বাতিলের আর্জি নিয়ে। আর্জিতে আপনারা উল্লেখ করেন কর্নাটকের একইরকম একটি ঘটনার। আপনাদের মামলার শুনানিত কোর্ট (Court) জানিয়েছিল, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্পিকার (Speaker) । তখন আপনাদের তরফ থেকে আপত্তি তোলা হয়েছিল। এখন যেই আপনারা মহারাষ্ট্রে সরকার গঠন করেছেন, স্পিকারও আপনাদের দলের লোক, এখন আপনারা বলছে, বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ আদালতের পরিবর্তে স্পিকার (Speaker) সিদ্ধান্ত নেবেন।’ ডিভিশন বেঞ্চের এই মন্তব্য শুনে একনাথ শিবিরের আইনজীবী আর পাল্টা সওয়াল করতে ওঠেননি। একনাথ শিবিরের হয়ে এই মামলায় সওয়াল করেন হরিশ সালভে (Harish Salve)।
অন্যদিকে, উদ্ধব ঠাকরের হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিবল ( Kapil Sibal) বলেন, বিধায়কপদ বাতিলের দাবির কোনও যৌক্তিকতা নেই। কারণ, দলের পরিষদীয় বৈঠকে এদের কেউ হাজির ছিলেন না। তাছাড়া ওই বাগী বিধায়কেরা (rebel MLA) বিধায়কপদে ইস্তফা দিয়েছেন।তাছাড়া ওই বিধায়কেরা না অন্য কোনও দলে যোগ দিয়েছেন, না তারা নতুন কোনও দল গঠন করেছেন। এই ক্ষেত্রে দলত্যাগী আইনও কার্যকর হবে না। ,
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে উদ্ধব ঠাকরে শিবির নৈতক জয় দেখছে।