এই মুহূর্তে




সেনার গুলিতে নিকেশ জৈশ জঙ্গি, আরও তিনের খোঁজে চলছে তল্লাশি




নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: উধমপুরে চলছে সেনা জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দু’পক্ষের গুলির লড়াই। সেদিনই নিহত হয় এক জঙ্গি। তারপরেই তল্লাশি অভিযান জারি রাখার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। মনে করা হচ্ছে জৈশ-ই-মহম্মদ (জেইএম)-এর ৩ জঙ্গি জঙ্গলে লুকিয়ে ছিল। তাদের খুঁজে বের করার জন্য শুক্রবার উধমপুর জেলার জঙ্গলঘেরা বসন্তগড় এলাকায় নিরাপত্তা বাহিনী নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে।

সেনা আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার সকালে নতুন করে অভিযান আবার শুরু হয়। নতুন করে সেনা, ড্রোন এবং স্নিফার কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।বৃহস্পতিবার বসন্তগড়ের বিহালি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল পাকিস্তান-ভিত্তিক চার জইশ সন্ত্রাসীর মুখোমুখি হয়। এরপর বন্দুকযুদ্ধে পাকিস্তানের হায়দার ওরফে মৌলভি নামে একজন সন্ত্রাসী নিহত হয়।

কাঠুয়ার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকারী সন্ত্রাসীদের জন্য বসন্তগড় একটি পরিচিত অনুপ্রবেশ করিডোর। সন্ত্রাসীদের কারুর নালার কাছে লুকিয়ে থাকতে দেখা গিয়েছিল। একজন সন্ত্রাসী নিকেশ হওয়ায় বাকি তিনজনের খোঁজ চলছে।

আর কিছুদিন পরেই শুরু অমরনাথ যাত্রা। যাত্রা শুরুর আগে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলির প্রধান লক্ষ্যবস্তু হয়ে থাকা জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভারতীয় নিরাপত্তা বাহিনী মক ড্রিল করেছে। তীর্থযাত্রীদের প্রথম দলটি ২ জুলাই জম্মু থেকে রওনা হওয়ার কথা রয়েছে।

অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  কেন্দ্র থেকে অধিক সংখ্যক আধাসামরিক বাহিনী এসেছে। তীর্থযাত্রীদের জম্মুর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে কেবল সরকারি কনভয় নিয়ে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসের মতে, সন্ত্রাসীরা জঙ্গলময় ভূখণ্ডের মধ্য দিয়ে চলাচল করছিল। ধরা পরা এড়াতে গুহা ব্যবহার করছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে কয়েক মাস ধরে এই দলটিকে ওভারগ্রাউন্ড কর্মীরা (OGW) সাহায্য করেছিল। সম্প্রতি কমপক্ষে পাঁচজন OGW কে খাদ্য ও আশ্রয় দিয়ে সহায়তা করার জন্য গ্রেফতার করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

চমক! প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টিতে যোগ দিলেন আলোচিত ইউটিউবার মনীশ কাশ্যপ

‘হ্যাঁ, আমি পাকসেনার বিশ্বস্ত এজেন্ট ছিলাম’, ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানার বিস্ফোরক স্বীকারোক্তি

প্রাক্তন বান্ধবীকে অশ্লীল মেসেজ পাঠানোয় যুবককে রাস্তায় ফেলে নৃশংস মার

পঞ্জাবে ১৪ টি গ্রেনেড হামলা, আমেরিকা থেকে ভারতে আনা হচ্ছে খালিস্তানি জঙ্গি হ্যাপি পাসিয়াকে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ