নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: কেরল কংগ্রেসে বড়ো ফাটল।
দলের প্রবীণ নেতা তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য ভিএম সুধীরণ ইস্তফা দিয়েছেন। সোমবার তিনি তাঁর ইস্তফাপত্র শীর্ষ নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে চুূড়ান্ত মতবিরোধের কারণেই সুধীরণ ইস্তফা দিয়েছেন। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছেন।
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রদেশ নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল দলের প্রবীণ নেতা ভিএম সুধীরণের। সেই ঠাণ্ডা-লড়াইয়ের ফলে সম্প্রতি তিনি কেরল প্রদেশ কংগ্রেস কমিটির রাজনৈতিক বিষয়ক দফতররে দায়িত্ব থেকে ইস্তফা দেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে পাঠানো ইস্তফাপত্রে সুধীরণ জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি আর এই দায়িত্বে থাকতে চাইছেন না।
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইস্তফাপত্র দেওয়ার পরে পরেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভিএম সুধীরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। জানা গিয়েছে, সুধীরণ যে ইস্তফা দিতে পারেন তা আন্দাজ করেছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, রবিবার প্রদেশ নেতৃত্ব তাকে ডেকে পাঠিয়ে ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানায়। কিন্তু ভিএম সুধীরণ জানিয়ে দিয়েছেন, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দলের প্রবীণ এই নেতার ইস্তফার মূল কারণ প্রদেশ নেতৃত্বের প্রতি তাঁর চরম অসন্তোষ। সুধীরণ তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, দলের একজন প্রবীণ নেতা হিসেবে জেলা কংগ্রেস কমিটি সভাপতির পদ তাঁরই পাওয়ার কথা। কিন্তু রাজ্য তাঁর বদলে ওই পদে প্রদেশ সভাপতি ঘনিষ্ট একজনকে বসিয়েছে। এটা তাঁর পক্ষে অপমানের সামিল। সে কারণেই এই ইস্তফা।