-273ºc,
Tuesday, 30th May, 2023 2:00 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস শিবিরে বড় ধাক্কা।
দল ছাড়লেন প্রবীণ কংগ্রেস নেতা সুনীল জাখড়। শনিবার তিনি ফেসবুক লাইভ করেন। সেখানে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন। ফেসবুক লাইভেই তিনি কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি দলের সাফল্য কামনাও করেন।
ফেসবুক লাইভে প্রবীণ এই কংগ্রেস নেতা জানিয়েছেন,গত পাঁচ দশক ধরে তিনি এবং তাঁর পরিবার কংগ্রেসের সেবক ছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে দলের তোলা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তাঁকে বিস্মিত করেছে। এদিনের ফেসবুক পেজে সুনীল জাখড় নিশাান করেন অম্বিকা সোনিকে। বলে, কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে তিনি (অম্বিকা সোনি) বিপথে চালিত করছেন। তাঁর আরও অভিযোগে, পঞ্জাবের ব্যাপারে শীর্ষ নেতৃত্ব চোখ বন্ধ করে বসে রয়েছে। আর তাঁর সুযোগ নিচ্ছে আপ এবং গেরুয়া শিবির। পঞ্জাব হাত ছা়ড়া হওয়ার জন্য তিনি কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেই দায়ী করেছেন।
শনিবার থেকে শুরু হচ্ছে দলের চিন্তন শিবির। তা নিয়েও খোঁচা দিয়েছেন প্রবীণ এই কংগ্রেস নেতা। চিন্তন শিবিরে অংশগ্রহণকারীদের চিয়ার লিডার কটাক্ষ করে সুনীল জাখড় বলেন, এটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়।
সুনীল জাখড়ের বিরুদ্ধ দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে দক্ষিণের নেতা কেভি টমাসের বিরুদ্ধেও।দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকেদুজনকে শোকজ নোটিশ পাঠানো হয়। কেভি টমাস শো-কজ নোটিশের জবাব দিলেও সুনীল জাখড় জবাব দিতে অস্বীকার করেন। তাঁর এই আচরণে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রীতিমতো অসন্তোষ প্রকাশ করে। তাঁকে দু বছরের জন্য সাসপেনশনের সিদ্ধান্ত নেয়। মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলেন সুনীল জাখড়।
আরও পড়ুন দলবিরোধী কাজ: কেভি টমাস, সুনীল জাখড়কে দু বছরের জন্য সাসপেনশনের সুপারিশ