নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিন দালাল স্ট্রিটে খুশির হাওয়া। বাজার খুলতেই সূচক পেরিয়ে গেল ২০০ অঙ্ক। সূচক থামল ৬০, ৩৩৯.২৮ পয়েন্টে। পাল্লা দিয়ে বেড়েছে নিফটির সূচক। ৬৯.৯০ বেড়ে সূচক স্পর্শ করে ১৭, ৯২৩.১০ পয়েন্ট। গত সপ্তাহে শেষ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৬৩.১১ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৬০, ০৪৮ পয়েন্টে। নিফটির সূচক ৩০.২৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৭, ৮৫৩ পয়েন্টে।
বাজার খুলতেই লেনদেন ভালো হয়েছে। সপ্তাহের প্রথম দিন লাভের মুখ দেখেছে মারুতি। শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশ। লাভের মুখ দেখেছে এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই,বাজাজ অটো, এম অ্য়ান্ড এম, অ্যাক্সিস ব্যাঙ্ক।
আর্থিক বিশেষজ্ঞদের মতে, বাজার চাঙ্গা হওয়ার প্রধান কারণ করোনা পরিস্থিতি। অনেকেই আশা করছে, দৈনিক সংক্রমণ সাম্প্রতিক অতীতের তুলনায় ক্রমহ্রাসমান হওয়ার ফলে অনেকেই বিনিয়োগ করতে চাইছেন। ফলে, ভারতের শেয়ার বাজার শুধু নয়, অন্যান্য দেশের শেয়ার বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছে, সূচক আপাতত উর্ধ্বমুখীই থাকবে।
১৯৯০ সালের ২৫ জুলাই প্রথমবার সূচক ১০০০ পয়েন্ট অতিক্রম করে গত শুক্রবার প্রথমবারের মতো সূচক ৬০ হাজারের ঘর স্পর্শ করে। যা একটি ঐতিহাসিক এবং স্মরণীয় যাত্রা। ৬০ হাজারের ঘর স্পর্শ করতে সময় লাগল ৩১ বছর।
এদিকে দেশের চার মেট্রো শহরে আচকাই ঊর্ধ্বমুখী ডিজেলের দাম। রবিবার আচমকাই দাম বাড়ে ডিজেলের। রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ছিল ১০১ টাকা ৬২ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ২৫ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯২ টাকা ১৭ পয়সা।