এই মুহূর্তে




বিহারে ধারালো অস্ত্র দিয়ে ASI-কে খুন, নির্জন এলাকায় দেহ ফেলে পালাল দুষ্কৃতীরা, কাঁপছে সিওয়ান

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন। এবার দু- দফায় শেষ হবে বিহারের বিধানসভা নির্বাচন। আগামী ১৪ নভেম্বর ফলাফল। ইতিমধ্যেই বিহারের রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যেখানে একাধিক তারকারও নাম রয়েছে। সুতরাং বিহারে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল এই রাজ্যে। বিহারের সিওয়ান জেলায় দারুন্ডা থানায় নিযুক্ত ASI তথা পুলিশ আধিকারিক অনিরুদ্ধ কুমারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, শুধু তাই নয়, খুনের পর পুলিশ অফিসারের দেহ একটি নির্জন এলাকায় ফেলে রেখে পালায় অপরাধীরা। ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বিহারের সিওয়ান জেলায়। তাঁর দেহটি প্রথমে দেখতে পান সিরসা নাভকা টোলা গ্রামের লোকজন, এরপর মৃতদেহটি দেখতে পেয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি হেফাজতে নেয় এবং তদন্ত শুরু করে।

খবর অনুযায়ী, বুধবার (২৯ অক্টোবর) রাতে এই ঘটনাটি ঘটেছে, যখন এএসআই অনিরুদ্ধ কুমার সাদা ইউনিফর্ম পরে কোনও কাজে বেরিয়েছিলেন। পথেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। এবং ধারালো অস্ত্র দিয়ে খুন করে তাঁর মৃতদেহ একটি নির্জন এলাকায় ফেলে রেখে পালায়। পুলিশ সূত্রের খবর, অত্যন্ত নৃশংসভাবে অফিসারকে খুন করা হয়েছে। যার অর্থ, অপরাধীরা আগে থেকেই এটি পরিকল্পনা করে রেখেছিলেন। এএসআই-এর হত্যাকাণ্ডটি স্বাভাবিকভাবেই পুরো পুলিশ বিভাগে শোকের ছায়া ফেলে দিয়েছে। ঘটনা প্রসঙ্গে, দারুন্ডা থানার ইনচার্জ জানিয়েছেন যে, মৃতদেহটি এএসআই অনিরুদ্ধ কুমারের। কিন্তু কেন তাঁকে খুন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দল বর্তমানে সেই এলাকায় অভিযান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের খোঁজ করছে। জেলা পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত দলকে যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। ঘটনার পর, বেশ কয়েকটি প্রশাসনিক দল গঠন করা হয়েছে। স্থানীয় পুলিশ স্টেশনগুলিকে সতর্ক করা হয়েছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অপরাধীদের শীঘ্রই গ্রেফতার করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এএসআই হত্যার ঘটনায় এলাকাতেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন যে, পুলিশ সদস্যরা যদি নিরাপদ না থাকেন তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? তারা অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

ফের বোমা হামলার হুমকি! দিল্লিতে সিআরপিএফ স্কুল ও একাধিক আদালতে হুমকি মেল জৈশ-ই-মহম্মদের

মাথার দাম ছিল ৫০ লক্ষ, গুলির লড়াইয়ে খতম ভয়ঙ্কর মাওবাদী হিডমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ