এই মুহূর্তে




ভয়ঙ্কর প্রতিশোধ! সম্পর্ক ভাঙতে চাওয়ায় ২ সন্তানের মাকে ১৭ কোপ ইঞ্জিনিয়ার প্রেমিকের




নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! বেঙ্গালুরুতে একটি হোটেল কক্ষে প্রেমিকাকে ছুরি দিয়ে খুন করে পলাতক ইঞ্জিনিয়ার প্রেমিক। গত শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটলেও দুদিন পরে তা প্রকাশ্যে এলো। নিহতের নাম হরিণী (৩৩) এবং অভিযুক্তের নাম যশ (২৫)। দু’জনেই বেঙ্গালুরুর পশ্চিম শহরতলির কেঙ্গেরির বাসিন্দা। তাঁরা ঘটনার দিন, পূর্ণা প্রজ্ঞা লেআউটের একটি OYO হোটেল কক্ষে উঠেছিল। সেখানেই হরিণীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন যশ।

ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে সুব্রামণ্যপুরা থানায় এবং তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ৬ ও ৭ জুন রাতে সুব্রামণ্যপুরা থানায় সংলগ্ন এলাকায় একজন মহিলা খুন হয়েছেন। তাঁরা একটি ওয়ো হোটেলে উঠেছিলেন।সেখানে মহিলাটি যশের সঙ্গে বন্ধুত্বের ইতি টানতে চেয়েছিলেন। এবং নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তখনই রাগ ও ঈর্ষার বশবর্তী হয়ে, যুবকটি মহিলাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। হরিনী আগে থেকেই বিবাহিত ছিলেন। এবং তাঁর দুই সন্তানও রয়েছে। কিন্তু যশের সঙ্গে সম্পর্ক হারিণীর জীবনে সমস্যা তৈরি করছিল। এমনকী হারিণীর পরিবার তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিল।

যার ফলে তার ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দেয়। সে কারণেই যশকে ডেকে তিনি বলেছিলেন যে, সে আর এই সম্পর্ক চালিয়ে যেতে পারবেন না। তখন ক্ষুব্ধ হয়ে যশ হরিণীকে ১৭ বার ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মারা যান হরিনী। আর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গতকাল বেঙ্গালুরুর আনেকাল এলাকায় ২৮ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীর শিরশ্ছেদ করে তার কাটা মাথা থানায় নিয়ে আত্মসমর্পণ করেন। অভিযুক্ত শঙ্কর, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে তীব্র দ্বন্দ্বের পর তাঁর ২৬ বছর বয়সী স্ত্রী মনসাকে হত্যা করে। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শঙ্কর এবং মনসা হিলালিগে গ্রামে একটি ভাড়া বাড়িতে উঠেছিলেন। ৩ জুন রাতে, শঙ্কর কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান, মনসাকে জানান যে তিনি পরের দিন সকালে ফিরে আসবেন। তবে, একই রাতে তিনি ফিরে আসেন এবং মনসাকে অন্য একজনের সঙ্গে দেখতে পান। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং মনসা বাড়ি থেকে বেরিয়ে যান। পরবর্তী দিনগুলিতেও এই লড়াই চলতে থাকে। বারবার হয়রানির কারণে ক্ষুব্ধ হয়ে শঙ্কর মনসার শিরশ্ছেদ করে এবং তারপর তার কাটা মাথা নিয়ে সূর্যনগর থানায় যান, যেখানে তিনি আত্মসমর্পণ করেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একই গ্রামের ১৪ বাসিন্দা প্রাণ হারিয়েছেন

জুয়ার নেশায় সর্বস্বান্ত, ২৩ লাখ খুইয়ে চুরিতে হাত পাকাল M.Tech ইঞ্জিনিয়ার

‘পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করেন, জেলে পাঠানো হবে’, ATS অফিসার সেজে বৃদ্ধার সঙ্গে ২২ লক্ষ টাকা প্রতারণা

রাস্তা অবরোধ করায় ২ কংগ্রেস বিধায়কের ১ বছরের জেলের সাজা

FASTag নিয়ে নীতিন গড়করির বড় ঘোষণা, এবার গাড়ি থাকলেই পকেট গড়ের মাঠ

আহমেদাবাদ দুর্ঘটনায় বড়সড় তথ্য, মাত্র তিন মাস আগে বদলানো হয়েছিল বিমানের একটি ইঞ্জিন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ