27ºc, Mist
Monday, 27th March, 2023 9:37 am
নিজস্ব প্রতিনিধি, ইন্দোর ও পুনে: আহত এক জওয়ানকে বাঁচাতে তাঁর শরীরে প্রতিস্থাপন করা হবে ইন্দোরের এক সব্জি বিক্রেতার হৃদযন্ত্র। সোমবার বিশেষ বিমানে তাঁর হৃদযন্ত্র ইন্দোর থেকে নিয়ে আসা হয়েছে পুনেতে।
জানা গিয়েছে, গত ২০ জানুয়ারি গুরুতর পথ দুর্ঘটনায় জখম হন উজ্জয়িনীর সব্জি বিক্রেতা প্রদীপ অশ্বিনী। তার মাথায় মারাত্মক চোট লাগে। হাসপাতালে তাঁর চিকিৎসাও চলছিল। চোট বড় ধরনের হওয়ায় চিকিৎসকদের সেই চেষ্টা কাজে আসেনি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অশ্বিনীর পরিবার দেহ না পুড়িয়ে অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। কথা বলে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। জানায়, তারা অঙ্গদান করতে চাইছে। অশ্বিনীর হৃদযন্ত্র, দুটি কিডনি, চোখ, যকৃৎ শরীর থেকে বের করে রাখা হয় ফ্রিজে।
ইন্দোরের ডিভিশনাল কমিশনার (রাজস্ব) ড. পবন কুমার শর্মা জানিয়েছে, অশ্বিনীর প্রয়াণের পর তার পরিবার চিকিৎসকদের সঙ্গে কথা বলে অঙ্গদানের কথা জানায়। পুনের এক সেনা হাসপাতালে গুরুতর জখম এক জওয়ান রয়েছে। তার হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন। অশ্বিনীর শরীর থেকে নেওয়া হৃদযন্ত্র ওই জওয়ানের শরীরে প্রতিস্থাপিত করা হবে।
অশ্বিনীর পরিবার জানিয়েছে, চলে যাওয়া মানুষটিকে আর কোনওভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। দাহ করলে অঙ্গগুলিও ছাই হয়ে যাবে। সেই অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচলে তার থেকে বড় প্রাপ্তি কিছু হয় না। আর অশ্বিনীর শরীরের অঙ্গ প্রতিস্থাপিত হবে এক জওয়ানের শরীরে। ভারতবাসী হিসেবে এটা অত্যন্ত গর্বের।
আরও পড়ুন প্রথম মরণোত্তর দানের কিডনি দুইয়ের দেহে সফল প্রতিস্থাপন