28ºc, Haze
Friday, 24th March, 2023 8:54 pm
নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: মদ খেয়ে গাড়ি চালিয়ে ব্যক্তি দুর্ঘটনার মুখে পড়লে তিনিও বিমার টাকা পাওয়ার অধিকারী। এমনই এক রায় দিয়েছে কেরল হাইকোর্ট। এই রায়ের পিছনে রয়েছে মঞ্জু দেবী এবং তাঁর পরিবার বনাম বাজাজ অ্যালিয়্যাঞ্জের একটি মামলা। সংস্থার তরফ থেকে কেরল হাইকোর্টে প্রতিনিধিত্ব করেন সংস্থার ডেপুটি ম্যানেজার
এই রায় দিয়েছেন বিচারপতি সোফি টমাস। রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, এই সব ক্ষেত্রে বিমার শর্ত রয়েছে, চালক অপ্রকৃতস্থ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটালে তিনি বিমা সংস্থা তাকে টাকা দিতে বাধ্য থাকবে না। কিন্তু এটাও মনে রাখা দরকার মদ্যপানের পর একজনের হুঁশ তেমন থাকে না। তাই, সেই কারণ দেখিয়ে দুর্ঘটনায় আহতকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা যায় না।
এই রায়ের প্রেক্ষাপটে রয়েছে ২০১৩ সালের একটি দুর্টনা। মামলার আবদেনকারী একটি অটো রিকশা করে যাচ্ছিলেন। তার অটোকে ধাক্কা মারে একটি চার চাকা। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রায় ছয় মাস তিনি কর্মহীন অবস্থায় বসেছিলেন। তিনি চার লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মোটর ভেহিক্যালসের কাছে আর্জি জানালে তাকে দেওয়া হয় মাত্র দুই লক্ষ টাকা। মোটর ভেহিক্যালসের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হন কেরল হাইকোর্টের।কেরল হাইকোর্ট এই রায় দিয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় আহতদেরও দিতে হবে ক্ষতিপূরণ।