এই মুহূর্তে




মোদি সরকারের আদানি প্রেম, মুকুব ৪৫,৮৫৫ কোটি টাকার ঋণ

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে শ্লোগান ছিল ‘আবকে বার ৪০০ পার’। যদিও দেশের জনগণ সেই শ্লোগান স্রোতে গা ভাসাননি। উল্টে তাঁরা বিজেপির কাছ থেকেই কেড়ে নিয়েছেন একক সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু সেই একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও এখনও হুঁশ ফেরেনি কিবা বিজেপির(BJP) কিবা নরেন্দ্র মোদির(Narendra Modi)। তাঁদের আদানি প্রেম বেড়েই চলেছে। যেন তেন প্রকারণে হোক না কেন, তাঁদের সব কিছু পাইয়ে দেওয়ার লক্ষ্যেই যেন কোমর বেঁধে নেমে পড়েছে মোদি সরকার আর বিজেপি। সেই সূত্রেই এবার সামনে এসেছে, টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা ১০টি সংস্থার ৬১,৮৩২ কোটি টাকার বকেয়া ঋণ মাত্র ১৫,৯৭৭ কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। অর্থাৎ মকুব করেছে বেশির ভাগ বকেয়া। খবর, এই ১০টি সংস্থাকেই কিনেছিল গৌতম আদানির(Goutam Adani) গোষ্ঠী। এই অবস্থায় রফার তথ্য তুলে ধরে প্রতিবাদে সরব হয়েছে ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি। বিষয়টি নিয়ে কেন্দ্রকে বিঁধেছে বিরোধী শিবিরও।

আরও পড়ুন, বাংলার ২৮টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৪০ কোটির বরাদ্দ রাজ্যের

মজার কথা যখন আমজনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টি নূন্যতম ব্যালেন্স না থাকার জন্য দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি গত ৫ বছরে শুধুমাত্র জরিমানা করে ৮৫০০ কোটি টাকা ঘরে তুলেছে তখন সেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিই মনের আনন্দে ৪৫,৮৫৫ কোটি(45, 855 Crore Rupees Loan Waived) মুকুব করে দিয়েছে আদানিদের। দেশের ব্যাঙ্ক কর্মীদের সংগঠন All India Bank Employees Association বা AIBA নানা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, আদানিদের সুবিধা পাইয়ে দিতে অত কম টাকায় বকেয়া ঋণের ফয়সালা করেছে ব্যাঙ্কগুলি। ক্ষতি হয়েছে সাধারণ আমানতকারীদের। লাভ গুনেছেন শাসক ঘনিষ্ঠ পুঁজিপতি। ছেড়ে কথা বলছে না দেশের বিরোধী দল কংগ্রেসও। সেই দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ট্যুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র আদানি ওই সব সংস্থাকে হাতে নেওয়ায় ব্যাঙ্কগুলিকে অত কম টাকা নিতে বাধ্য করা হয়েছে।’

আরও পড়ুন, কৃষকদের সুবিধা প্রদানে ২টি বড় পরিবর্তন ঘটে গেল বাংলা শস্য বিমা যোজনাতে

AIBA’র সভাপতি রাজেন নাগর জানিয়েছেন, ‘মোদি সরকার যে সম্ভাব্য সব উপায়ে আদানিদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তা স্পষ্ট। এর জন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করতে ছাড়েনি। অত কম টাকায় বকেয়া ঋণের রফা করে আদানিদের সংস্থাগুলির লাভের পথ চওড়া করা হয়েছে। লোকসান গুনতে বাধ্য করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে। আদানিদের প্রতি উদার হয়ে বকেয়ার ৭৪% টাকা ছাড়লেও ব্যাঙ্কগুলি সাধারণ গ্রাহকদের প্রতি সদয় নয়। অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে মানুষকে জরিমানা করতে ছাড়ে না ব্যাঙ্কগুলি। এ ভাবে ৫ বছরে ৮৫০০ কোটি টাকা জরিমানা আদায় করেছে। দেখে মনে হচ্ছে, গরিবদের লুঠ করে ধনীদের বিলিয়ে দেওয়ার নীতিই অবলম্বন করেছে মোদি সরকার।’  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ‘মুসলিম, রোহিঙ্গা প্রবেশ নিষিদ্ধ’ সাইনবোর্ড নিয়ে বিতর্ক

‘কংগ্রেস ছাড়ুন’, যোগদানের পরেই বজরং পুনিয়াকে হুমকি

বাড়ছে  নিউমোনিয়া আক্রান্ত, গুজরাটে মৃত ১২

আফ্রিকার পর এবার ভারত, খোঁজ মিলল মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগীর

নেকড়ের পর এবার শিয়ালের আক্রমণে উত্তরপ্রদেশে আহত শিশু-সহ ১২

ইউটিউব দেখে পিত্তথলিতে অস্ত্রোপচার , প্রাণ গেল নাবালকের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর