এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে হয়েছে এই ৭ পরিবর্তন, দেখে নিন এক নজরে

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার দেশজুড়ে পালিত হল দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবস। এদিন সকাল থেকেই দেশজুড়ে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে এই বিশেষ দিনটি। তবে প্রতিবারের মতো এবারেও দেশ তথা সমগ্র বিশ্ববাসীর নজর কেড়েছে দিল্লির রাজপথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজ। দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এদিন সকালে অনুষ্ঠিত হয়েছে এই প্যারেড। প্রতিবারের মতো এবারেও সাধারণতন্ত্র দিবসের এই প্যারেডে ছিল একাধিক চমক। তবে অন্যবারের থেকে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে এদিনের এই অনুষ্ঠানে। এমনই ৭টি পরিবর্তনের কথা জেনে নেওয়া যাক যা অন্য কোনও বছর সাধারণতন্ত্রের দিবসের প্যারেডে দেখা যায়নি।

১) প্রতি বছর ঠিক সকাল ১০ টা থেকে শুরু হয় সাধারণতন্ত্রের দিবসের এই বর্ণাঢ্য অনুষ্ঠান। কিন্তু এই বছর ১০ টার জায়গায় সকাল ১০:৩০ নাগাদ শুরু হয় এই অনুষ্ঠান। জানা যাচ্ছে, দিল্লিতে বিগত কয়েকদিন ধরেই ভয়ানক কুয়াশা হচ্ছে। সেক্ষেত্রে কুয়াশার কারণে যাতে কারোর দখতে অসুবিধা না হয় তার জন্যই সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়।

২) এই বছর ভারতের স্বাধীনতা ৭৫ বছরে পদার্পণ করল। এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই বছর দেশের ৭৫তম স্বাধীনতার বছর হওয়ায় সারা বছর ধরেই একাধিক কর্মসূচীর মাধ্যমে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করা হবে। সেই কর্মসূচীরই অংশ হিসাবে এইবার ভারতীয় বায়ুসেনার ৭৫টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার প্যারেডে অংশ নিয়েছিল।

৩) এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। সেকথা মাথায় রেখেই মাত্র ৫০০০ জন অতিথির উপস্থিতিতে পালিত হয়েছে আজকের এই প্যারেড। এছাড়া বুধবারের এই অনুষ্ঠানে ছিলেন না কোনও প্রধান অতিথি। এর আগে কোনও বছরই প্রধান অতিথি ছাড়া সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠান পালিত হয়নি।

৪) এই অনুষ্ঠান যারা চাক্ষুষ প্রত্যক্ষ করতে পারেনি তারা যাতে বাড়িতে বসেই এই বর্ণাঢ্য অনুষ্ঠান দেখতে পারে তাঁর জন্য একটি অনলাইন সাইটের ব্যবস্থা করা হয়েছিল। MyGov নামের একটি অনলাইন পোর্টালে নিজের নাম রেজিস্টার করলেই এই প্যারেডের লাইভ টেলিকাস্ট দেখা গিয়েছে। এছাড়া তারা ওই অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের সবথেকে পছন্দের ট্যাবলোকে ভোটও দিতে পারেন।

৫) ভ্যাক্সিন ছাড়া কোনও অতিথিকেই এই অনুষ্ঠানে প্রবেশাধিকার দেওয়া হয়নি। এক্ষেত্রে যারা করোনা টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন তাঁরাই এই অনুষ্ঠানে প্রবেশে অনুমতি পেয়েছেন। এছাড়া ১৫ বছরের কম বয়সী কোনও শিশুকে এই অনুষ্ঠানে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।

৬) এই বছরই প্রথম দেশের চিকিৎসক এবং সাফাই কর্মীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। 

৭) প্রথম মহিলা রাফাল পাইলট হিসাবে এদিনের এই প্যারেডে অংশ নিয়েছেন শিবাঙ্গী সিং। এর আগে কোনও মহিলা রাফাল পাইলটকে সাধারণতন্ত্রের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডি কে শিবকুমার-বিজয়েন্দ্র-কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর কমিশনের

সর্বনাশ! ১০ গ্রাম সোনার দাম পৌঁছবে ১ লক্ষ ৬৮ হাজার টাকা

কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান  কমল নাথের

বিধানসভা ভোটে বিজেডির হয়ে লড়ছেন ওড়িয়া নায়িকা বর্ষা প্রিয়দর্শিনী

জেলবন্দি কেজরির মৃত্যুর আশঙ্কা করলেন আপ নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর