-273ºc,
Friday, 2nd June, 2023 9:27 pm
নিজস্ব প্রতিনিধি, পানাজি: গোয়ায় আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ঘাসফুল শিবির শনিবার একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করল। আশ্বাস দেওয়া হল, গোয়ায় তৃণমূল ক্ষমতায় এলে মহিলাদের জন্য শুরু হবে গৃহলক্ষ্মী প্রকল্প। মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে চলে যাবে পাঁচ হাজার টাকা। অর্থাৎ বছরে প্রত্যেক মহিলা পাবেন ৬০ হাজার টাকা। উপকৃত হবেন তিন লক্ষ মহিলা। সরকারকে এর জন্য খরচ করতে হবে ১৫০০- ২০০০ কোটি টাকা, যা রাজ্যর জন্য বরাদ্দ বাজেটের ছয় থেকে আট শতাংশ।
শনিবার গোয়ায় সাংবাদিক সম্মেলনে দলের তরফ থেকে এই প্রতিশ্রুতি দিয়েছেন ঘাসফুলের অন্যতম নেত্রী মহুয়া মৈত্র। সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে ঘাসফুলের অন্যতম নেতা লুইজিনহো ফেলেইরো। ঘাসফুল শিবির গোয়া বিধানসভাকে যে পাখির চোখ করে এগোচ্ছে, এদিনের ঘোষণা থেকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে।
উল্লেখ করার মতো বিষয় হল, শুক্রবার প্রিয়ঙ্কা গান্ধি গোয়া সফরের দিনে কংগ্রেস শিবিরে বড়ো ধরনে ফাটল ধরে। এক ঝাঁক নেতা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গণইস্তফা দেন। তাদের সাফ জবাব, গোয়ায় সামনেই বিধানসভা ভোট। কিন্তু শীর্ষ নেতৃত্বের মতিগতি দেখে তা বোঝার উপায় নেই। গণইস্তফা ঘিরে এখন একটাই প্রশ্ন উঠে আসছ? দলত্যাগী নেতাদের লক্ষ্য কি তবে ঘাসফুল ? আপাতত তা সময়ের ওপর ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়।