26ºc, Rain
Sunday, 14th August, 2022 11:24 am
নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই জোড়াফুল শিবিরের সঙ্গে দূরত্ব বেড়েছিল সাংসদ (MP) শিশির অধিকারী (SHISHIR ADHIKARI) ও সাংসদ (MP) দিব্যেন্দু অধিকারীর (DIBYENDU ADHIKARI)। কাঁথির সাংসদ শিশির বিধানসভা নির্বাচনের আগে উঠেছিলেন বিজেপির মঞ্চে। তমলুকের সাংসদ দিব্যেন্দু অবশ্য বারবার বাড়িয়েছেন জল্পনা। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর বাবা ও ভাইকে চিঠি পাঠাল তৃণমূল (TMC)। কারণ, খাতায় কলমে শিশির ও দিব্যেন্দু তৃণমূল সাংসদ। দলের তরফে তাঁদের চিঠি পাঠিয়েছেন সাংসদ (MP) সুদীপ বন্দ্যোপাধ্যায় (SUDIP BANERJEE)।
উপরাষ্ট্রপতি নির্বাচন আগামিকাল। এই নির্বাচনে এনডিএ শিবিরের প্রার্থী জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভা। তবে তৃণমূল শিবির ভোটদান থেকে বিরত থাকছে। সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। এবার দলের সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠানো হল ‘খাতায় কলমে তৃণমূল সাংসদ’ থাকা ২ জনকে।
আর এই চিঠি ঘিরেই বাড়ছে জল্পনা। উল্লেখ্য, এর আগে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী ‘অভিমান’ প্রকাশ করেছিলেন দলের কোনও কিছুতেই তাঁদের বলা হয় না বলে। সম্প্রতি, নয়া মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এখন দেখার, চিঠি পাওয়ার পরে দলের সিদ্ধান্ত শিশির ও দিব্যেন্দু মানবেন কি না। দলের সঙ্গে দূরত্ব কমবে দুই সাংসদের? জল্পনা বেড়েই চলেছে।