নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রকে চাচাছোলা ভাষায় ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। শেষ মুহুর্তে পাঠক্রম বদলে দেওয়া কেন্দ্রকে সর্বোচ্চ আদালত বিষোদগার করতে গিয়ে জানিয়েছে, সরকার চিকিৎসকদের ফুটবল মনে করছে।
শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বিভি নাগরত্ন কেন্দ্রের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, নিট পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীরা বছরের পর বছর ধরে প্রস্তুতি নেয়। আর কোন যুক্তিকে সরকার শেষ মুহূর্তে পাঠক্রম বদলে দিয়ে তাদের চিন্তার মধ্যে ফেলে দেবে। আদালতের প্রশ্ন, হঠাৎ সরকারের কেন মনে হল পরীক্ষার কয়েকদিন আগে পাঠক্রম রদবদলের প্রয়োজন রয়েছে। পরিবর্তিত পাঠক্রম কেন পরের বছর থেকে কার্যকর করা যাবে না। কোন যুক্তিতে সরকারের মনে হল পরীক্ষার কয়েকদিন আগে পাঠক্রমে রদবদলের প্রয়োজন রয়েছে।
সরকার যে কার্যত ক্ষমতার অপব্যবহার করেছে সেটা সোজা-সাপ্টা ভাষায় জানাতে শীর্ষ আদলত দ্বিধাবোধ করেনি। কেন্দ্রকে সরকারের বার্তা “হাতে ক্ষমতা রয়েছে বলেই যেন সরকার পরীক্ষার্থীদের ফুটবল মনে না করে। এই পরীক্ষার সঙ্গে হাজার-হাজার পড়ুয়ার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। পরীক্ষার কয়েকদিন আগে পাঠক্রমে বদল করে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যায় না। কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্তের ফলে নিট পরীক্ষার্থীদের উদ্বেগ আরও বাড়বে। ”
কেন্দ্রকে শীর্ষ আদালতের পরামর্শ, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই, সরকারের উচিত বিষয়টি নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে ঐশ্বর্য ভাটিকে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে। কেন্দ্র কী পদক্ষেপ করল, তা আগামী সপ্তাহে হলফনামা দিয়ে জমা দিতে বলা হয়েছে।