27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:44 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ায় শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব (Union Health Secretary) রাজেশ ভূষণ পাঁচ রাজ্যকে চিঠি পাঠালেন। করোনার দৈনিক আক্রান্তের সিংহভাগ এই পাঁচ রাজ্যের। রাজ্যগুলি হল তামিলনাড়ু, কর্নাটক, কেরল, তেলেঙ্গানা, মহারাষ্ট্র।
পাঁচ রাজ্যকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘করোনার (COVID) বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিল গোটা দেশ। সেই লডা়ইয়ের সুফল আমরা সকলেই ভোগ করছি। কিন্তু সম্প্রতি পাঁচ রাজ্যে দৈনিক সংক্রমণ একলাফে অনেকটা বেড়ে গিয়েছে, যা রীতিমতো উদ্বেগের। পাঁচ রাজ্য হল তামিলনাড়ু, কর্নাটক, কেরল, তেলেঙ্গানা, মহারাষ্ট্র (Tamil Nadu, Kerala, Telangana, Maharashtra, Karnataka.। পাঁচ রাজ্যকে বলা হচ্ছে করোনা সংক্রমণ যাতে মারাত্মক আকারে ছড়িয়ে না পরে তার জন্য সময় থাকতে থাকতে যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। পরিস্থিতিকে কেন্দ্র যেমন নজর রাখছে, পাঁচ রাজ্যকেও পরামর্শ দেওয়া হচ্ছে পরিস্থিতির দিকে নজর রাখার। প্রয়োজনে কেন্দ্র ওই সব রাজ্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ‘
সংক্রমণ যে আচমকাই বেড়ে গিয়েছে, সে ব্য়াপারে কোনও সন্দেহ নেই। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ((COVID) নতুন করে সংক্রমিত হয়েছেন ৪, ০৪১ জন। একই সময়ে মৃত্য হয়েছে ১০ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লাফিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ০.৮৪ শতাংশ। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সম্প্রতি সংক্রমণ বাড়ছে বলে জানা গিয়েছে।
চিকিৎসক মহলের একাংশের মতে, করোনা (COVID) বিধিনিষেধ শিথিল করায় মানুষ অনেকটাই গা ঢিলেমি দিয়েছে। মাস্কের ব্যবহারে তৈরি হয়েছে অনীহা। দূরত্ববিধি মাথায় উঠেছে।
আরও পড়ুন Covid ভয়াবহ! তিন পেরিয়ে চার হাজারের ঘরে, বাড়ছে অ্যাক্টিভ কেস