নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: রবিবার উত্তর প্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারণ আচমকাই। একটি সর্বভারতীয় বৈদ্য়ুতিন চ্য়ানেলের খবর অনযায়ী, সম্প্রসারণে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়তে চলেছেন। নতুন কয়েকটি মুখ দেখা যেতে পারে। ওই বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, সম্প্রসারণে ছ জন নতুন মুখের অন্তর্ভুক্তি ঘটতে চলেছে।
একটি সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, সম্প্রসারিত মন্ত্রিসভায় যারা জায়গা পেতে চলেছেন তারা মধ্যে রয়েছেন সঙ্গীতা বিন্দ, জিতিন প্রসাদ, ছত্রপাল গাংওয়ার। রাজনৈতিক মহলের একাংশের মতে, হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যই সন্ন্যাসী রাজা মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ করার মতো বিষয় হল জাতপাতের রাজনীতির কথা মাথায় রেখেই যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে রয়েছে আগামী বছরের বিধানসভা নির্বাচন। পাশাপাশি হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের কথা মাথায় রেখে বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন নতুন মন্ত্রীরা রবিবার বিকেলেই রাজভবনে শপথবাক্য পাঠ করবেন।
উত্তরপ্রদেশ নিয়ে দিল্লীশ্বরেরা বেশ চিন্তায়। বিরোধীদের দাবি, রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে করোনা পরিস্থিতি। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিজেপির একাংশ যোগীর ভূমিকায় খুশি নয়। সেই অসন্তোষের খবর কানে গিয়েছে মোদি-অমিত শাহের। যার জেরে যোগীকে দিল্লিতে তলব করা হয়। মনে করা হচ্ছে, ওই বৈঠকে প্রাথমিকভাবে মন্ত্রিসভা সম্প্রসারণের ব্যাপারে যোগীকে পরামর্শ দেওয়া হয়েছিল। সেই পরামর্শের ফলশ্রুতি হিসেবে রবিবার উত্তরপ্রদেশ মন্ত্রিসভা সম্প্রসারিত হতে চলেছে।