নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মন্ত্রিসভা রদবদলের আগে বড়ো ঘোষণা যোগী সরকারের। আখ চাষের ন্য়ূনতম সহায়কমূল্য বৃদ্ধি করল যোগী সরকার। ছিল ৩২৫ টাকা, সেটা বাড়িয়ে করা হল ৩৫০ টাকা। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে সহায়ক মূল্য বৃদ্ধির কথা জানিয়েছে। রাজ্য সরকারের দাবি, এর ফলে ৪৫ লক্ষ কৃষক উপকৃত হবে।
ন্য়ূনতম সহায়ক মূল্য় বৃদ্ধির পাশাপাশি বকেয়া বিদ্যুতের বিলের টাকাও মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বেআইনি কসাইখানা বন্ধ করে দেওয়ার।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত আখ চাষের জন্য সহায়কমূল্য বৃদ্ধি করা হয়নি। ফলে, রাজ্যের আখ চাষিদের নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। পাশাপাশি বেশ কয়েকজন আখ চাষির বিরুদ্ধে পূর্বতন সরকার বেআইনিভাবে মামলা রুজু করেছিল। রাজ্য শাসনের দায়িত্ব নেওয়ার পর সরকার সিদ্ধান্ত নেয়, আখ চাষিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের পাশাপাশি আখ চাষের জন্য ন্য়ূনতম সহায়ক মূল্য বৃদ্ধির। এর ফলে রাজ্যের ৪৫ লক্ষ কৃষক উপকৃত হবেন।
আখ চাষের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলতে থাকা আন্দোলনে কৃষক নেতা টিকায়েত-সহ অনেকেই আখ চাষের ন্য়ূনতম সহায়ক মূল্য় বৃদ্ধির দাবিতে সরব হয়। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল সেদিন যেদিন বিকেলে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হতে চলেছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভাবমূর্তি উদ্ধারের অন্যতম পন্থা আখ চাষের ন্য়ূনতম সহায়ক মূল্য় বৃদ্ধি।