নিজস্ব প্রতিনিধি, রুরকি: পয়সার অভাব। তাই, বাকিরা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রাইভেট টিউটর রাখতে পারেলও রুরকির সাদাফ চৌধুরীর সেই ক্ষমতা ছিল না। বাড়িতে বসেই পরীক্ষার প্রস্তুতি নিতে হয়েছিল। সেই চেষ্টা ব্যর্থ হয়নি। ইউপিএসসি পরীক্ষায় কিস্তিমাত রুরকির সাদাফ চৌধুরীর। দ্বিপাবলী আসার আগেই বাড়িতে উৎসবের আমেজ। সাদাফ কিন্তু এই সাফল্যের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞ। একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবার পাশে না থাকলে এই কোনও অবস্থাতেই এই সাফল্য তাঁর পক্ষে অর্জন করা সম্ভব হত না।
কিন্তু সব কিছু ছেড়ে হঠাৎ কেন ইউপিএসসি পরীক্ষায় কেন?
স্বপ্ন। স্বপ্ন আমলা হওয়ার । সব কিছু ছেড়ে তাই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। চার ভাইবোনের মধ্যে সাদাফ সবার বড়ো। এনআইসি জলন্ধর থেকে বি-টেক পাশ করার পর মোটা টাকার চাকরির হাতছানি ছিল। কিন্তু সেই প্রলোভনে সাড়া দেননি রুরকির সাদাফ। দু বছর ধরে পড়াশুনা। প্রাইভেট টিউটর রাখার মতো অর্থ ছিল না। সেই প্রতিবন্ধকতা জয় করে পরীক্ষায় বসেন রুরকির সাদাফ। আর এক চেষ্টাতেই সফল। পরিবারে এখন খুশির হাওয়া।
আর এই যাবতীয় সাফল্যের জন্য পরিবারের কাছে ঋণি সাদাফ। জানিয়েছেন, পরিবার পাশে না থাকলে কোনওভাবেই এই সাফল্য অর্জন করা সম্ভব হত না।