এই মুহূর্তে




দু’দিন আগেই রাঙা হয়েছিল সিঁথি, বিমান দুর্ঘটনায় মুছল নববধূর সিঁদুর




নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: মাত্র দু’দিন আগে সিঁথিতে উঠেছিল সিঁদুর, তারপরেই সব শেষ। আহমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২৪১ জন যাত্রী এবং ক্রু সদস্যের মধ্যে রয়েছেন বরোদার ভাবিক মাহেশ্বরী। দু’দিন আগেই বাড়িতে বিয়ের উৎসব পালন করেছিল মাহেশ্বরী পরিবার। ১০ জুন ভাবিকের কোর্ট ম্যারেজ সম্পন্ন হয়। নববধূর জীবনে কত আনন্দ, পরিবারে খুশির আমেজ। সব আনন্দ বদলে গিয়েছে শোকে। বিয়ের দু’দিনের মাথায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভাবিকের।

বিগত কয়েক বছর ধরে লন্ডনে থাকতেন ভাবিক মাহেশ্বরী। প্রতি বছর বরোদায় নিজের বাড়ি আসতেন ১৫ দিনের জন্য। এই ১৫টি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকতেন পরিবারের সদস্যরা। এবার এসে বিয়ে সারেন তিনি। বাগদান আগেই হওয়া ছিল। তাই ১০ জুন আইনি বিয়ে সারেন তিনি। ১২ জুন ছিল লন্ডনে ফিরে যাওয়ার তারিখ। নববিবাহিতা স্ত্রী ভাবিককে বিমান বন্দরে আসেন বিদায় জানাতে। কে আর তখন জানত এই শেষ বিদায়! বিমান বন্দরে চেক ইন করার কয়েক ঘণ্টা পর খবর আসে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান।

এই খবরে শোকের পাহাড় নেমে আসে মাহেশ্বরী পরিবারে। ভাবিকের বাবা এখনও মানতে পারছেন না ছেলে নেই। পরিবার, প্রতিবেশী, আত্মীয়দের ঢল নেমেছে বরোদার মাহেশ্বরী পরিবারে। চোখের জল আটকাচ্ছে না কারও। যে বাড়ি থেকে দু’দিন আগেই বিয়ের মিষ্টি বিতরণ করা হয়েছিল আজ সেই বাড়িতেই নেমে এসেছে মৃত্যুর করাল গ্রাস।

আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় কেবল বিমানটিই নয়, বহু মানুষের স্বপ্ন ভেঙে চূরমার হয়ে গিয়েছে। এই দুর্ঘটনায় সব মিলিয়ে ২৬৫ জন প্রাণ হারিয়েছেন। কেউ হারিয়েছেন সন্তানকে, কেউ মা বা বাবাকে, কেউ ভাই, বোন, স্ত্রীকে। কিছু মানুষের জন্য করা অপেক্ষা হয়ে গিয়েছে অনন্ত। যাদের আসার কথা ছিল, তাঁরা আর আসবেন না। মর্মান্তিক দুর্ঘটনার শিকার এমন মানুষও হয়েছেন, যারা প্রথমবার বিমানে ওঠার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ