-273ºc,
Tuesday, 30th May, 2023 1:49 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হিংসা নয়, চাই প্রেম ভালোবাসা।জাতির জনক যে পথ আমাদের দেখিয়ে গিয়েছিলেন, সেই পথই পথ। সেই পথেই আমাদের সকলকে চলতে হবে।
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বার্তাই দিয়েছেন।সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতির আজকের ভাষণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কেন্দ্রে আসীন সরকারের কাছে এই বার্তা চরম অস্বস্তির কারণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু এও বলেছেন, সংবিধান আমাদের যেমন কিছু অধিকার দিয়েছে, সেই সংবিধানের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতাও রয়েছে। সেই কর্তব্য আমাদের পালন করতে হবে।
রাষ্ট্রপতির এদিনের ভাষণে মহাত্মা গান্ধি ছাড়াও সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নাম বাড়ে বাডে ঘুরে ফিরে এসেছে। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি বলেন, আম্বেদকর শিখিয়ে দিয়ে গিয়েছিলেন সমাজের পিছিয়ে থাকা মানুষদেরও সসম্মানে বেঁচে থাকার অধিকার রয়েছে।
রাষ্ট্রপতির ভাষণের অন্যতম উল্লেখযোগ্য দিক হল, তিনি জোর দিয়েছেন মহিলাদের ক্ষমতায়নের ওপর। সেই সঙ্গে বলেছেন, শিক্ষার আলো সমাজের তৃণমূলস্তরে পৌঁছে দিতে হবে। জ্ঞানই আলো- বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী। তিনি বলেন, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারে একমাত্র শিক্ষা। শোনা গেল করোনার বিরুদ্ধে মানুষের সমবেত লডা়ইয়ের কথা। এই জয়ের জন্য তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলে, অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে দেশ জয়ী হতে পেরেছে শুধুমাত্র মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে গিয়েছে বলে।