এই মুহূর্তে




দিক পরিবর্তনে দুর্গার রূপ বদলে গেল রক্তবর্ণে




নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: অবিভক্ত বাংলায় শুরু হওয়া অনেক দুর্গাপুজোই বঙ্গভঙ্গের সময় বা পরে এপার বাংলায় চলে আসে। এক্ষেত্রে বনেদিবাড়ির পুজোর সংখ্যাটাই সবচেয়ে বেশি। তার মধ্যে একটি নদিয়ার ভট্টাচার্য বাড়ির পুজো। পুজোর শুরুটা হয়েছিল ঢাকায়, প্রায় সাড়ে তিনশো বছর আগে। নবদ্বীপের জগন্নাথতলায় ভট্টাচার্য বাড়িতেই এই পুজো গত ১০০ বছর ধরে হয়ে আসছে। পুজোর সূচনা নিয়ে স্পষ্ট তথ্য না থাকলেও এই পুজোর সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অলৌকিক ঘটনা।

ভট্টাচার্যবাড়ির দুর্গাপ্রতিমা রক্তবর্ণ, লাল টকটকে। অথচ গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের রঙ গাত্রবর্ণ। এর কারণ জানান পরিবারের এক সদস্য কুমারনাথ ভট্টাচার্য। ঘটনা সতেরো শতকের মাঝামাঝি সময়ের। একবছর পুজোর নবমীতে বাড়ির তৎকালীন কর্তা রাঘবরাম ভট্টাচার্য চণ্ডীপাঠ করছিলেন। কিন্তু তিথি চলে যাওয়ার আগে তা শেষ করার জন্য অনেকটাই দ্রুত চণ্ডীপাঠ করেন তিনি। সেইসময় তাঁর পুত্র মনে করেন এত দ্রুত হওয়ায় চণ্ডীপাঠ শুদ্ধ হচ্ছে না। বাবাকে সেই কথা বলে রাঘবরাম পুত্রকেই চণ্ডীপাঠ করতে বলেন। বাবার কথামতো পুত্র বসলেন চণ্ডী পাঠ করতে। তবে তিনি পূর্ব দিকে মুখ করে বসায় ঘটে যায় আশ্চর্যজনক ঘটনাটি।

দেখা যায়, ক্রমশ মা দুর্গার মূর্তি দিক পরিবর্তন করে, দক্ষিণমুখো অবস্থা থেকে পশ্চিমমুখো হয়ে গেল। দেবীমূর্তি তখন রাঘবরামের পুত্রের একেবারে মুখোমুখি। একইসঙ্গে মা দুর্গার গাত্রবর্ণও ক্রমশ বদলে যেতে থাকে। ধীরে ধীরে সম্পূর্ণ রক্তবর্ণ হয়ে যায় মা দুর্গার রঙ। এদিকে চণ্ডীপাঠরত রাঘবরামের ছেলের শরীর তখন ক্রমশ ফ্যাকাসে হতে শুরু করে। শেষে তাঁর দেহ প্রায় রক্তশূন্যই হয়ে পড়ল। পুজোর শেষে সেদিনই মারা যান তিনি। সেই বছর থেকে আর চণ্ডীপাঠ হয় না ভট্টাচার্য বাড়ির পুজোয়। এবং প্রতিবছর দুর্গার রঙও করা হয় রক্তবর্ণের।

অন্যান্য বনেদিবাড়ি থেকে নবদ্বীপের ভট্টাচার্য বাড়ির পুজোয় রয়েছে অনেক ভিন্ন নিময়। মা’কে এ বাড়িতে বোয়াল মাছ ও থোড় দিয়ে ভোগ দেওয়া হয়। আগে বলির প্রথা থাকলেও এখন শুধুই কুমড়ো বলি হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০০ বছর ধরে সিংহবাহিনী দেবী রূপে পুজিতা হয়ে আসছেন এই রাজবাড়িতে

দশভুজা রূপে নন, দেবী এখানে পুজিতা হন ‘দুই’ হাতেই

বেলগাছকে দুর্গা রূপে পুজো, আজও বলির নিয়ম চলে আসছে শীল বাড়িতে

মায়ের স্বপ্নাদেশে শুরু পুজো! দেবীর আট হাত ঢেকে রাখা হয় এই বনেদি বাড়ির পুজোয়

ঘটি-বাঙালের মিশ্রণ, এই বনেদি পুজোয় বাড়ির পান্তা খেয়ে বিসর্জনের রীতি আজও রয়েছে

বারাসতের দক্ষিণপাড়ায় ৪৫৪ বছরের শিবের কোঠার দুর্গাপুজো সংকল্পিত হয় যোধাবাঈয়ের নামে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর