এই মুহূর্তে




পুজোয় জমকালো পোশাকের সঙ্গে মেকআপেও আনুন অভিনবত্ব, রইল সাজের টোটকা




নিজস্ব প্রতিনিধি: আর দু’সপ্তাহ বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। ইতিমধ্যেই পুজোর কেনাকাটা মোটামুটি শেষ বাঙালির। তবে শুধু পোশাকেই মনোযোগ দিলে কিন্তু হবেনা। পোশাকের সঙ্গে মানানসই মেকআপ, জুতো সবেতেই মনোযোগ দিতে হবে। আর পোশাকের সঙ্গে সাজগোজ যদি মনের মতো না হয়, তাহলে কিন্তু মনটাই ভেঙে যাবে। তবে এক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক ধাপ এগিয়ে। কারণ মেয়েদের পোশাকের থেকেও মেকআপের সমস্ত প্রসাধনী থাকে প্রথম তালিকায়। পঞ্চমী থেকেই শুরু হয়ে যায় রকমারি পোশাকের সঙ্গে মানানসই সাজগোজের।

পুজোর ক’টা দিন প্রত্যেকেই মনের আনন্দে সাজগোজ করেন। মেকআপপ্রেমীরা লুক নিয়ে আবার নানারকম এক্সপেরিমেন্টও করে থাকেন। তবে যাঁরা মেকআপ করতে পছন্দ করেন না, সারাবছর একেবারেই সাদামাটা হয়ে সেজে থাকেন, এ সময় অন্যান্যদের দেখাদেখি ফাউন্ডেশন-কাজলের ব্যবহার করতে গিয়েও তাঁরা হিমশিম খান! তাই আমরা নিয়ে এসেছি যারা মেকআপে একেবারেই পটু নন, তাঁদের জন্যে কিছু টিপস, এই নিয়ম মেনে মেকআপ করলে সময় লাগবে মাত্র ১০ মিনিট। আর থাকবেও সকাল থেকে রাত পর্যন্ত।

পুজোর মেকআপ নিয়ে সবার মধ্যেই নানারকম চিন্তাভাবনা থাকে। কারণ পশ্চিমী আউটফিটের সঙ্গে নর্ম্যাল মেকআপ লুক চললেও এথনিক পোশাকের সঙ্গে একটু ভারী মেকআপ কিন্তু লাগবেই। নয়তো সাজটাই ফিকে হয়ে যাবে। আর মেকআপের জন্যে কয়েকটা ধাপ মাথায় রাখতে হবে আপনাকে। মেকআপ শুরুর আগে প্রথমেই মুখ ক্লিনজিং করুন এবং টোনার ও ময়শ্চারাইজার লাগিয়ে নিন। চাইলে সিরামও লাগাতে পারেন। এরপরে মুখে প্রাইমার লাগান। প্রাইমার না লাগালে মেকআপ সহজে উঠে যাবে। প্রাইমারের জন্যেই মেকআপ ৫-৬ ঘণ্টা অটুট থাকবে। প্রাইমার লাগানোর পরে মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিন। তারপর ব্লেন্ডার দিয়ে ধীরে ধীরে মেকআপ মুখে মিশিয়ে নিন। এরপর মুখের দাগছোপ মলিন করার জন্যে অবশ্যই কনসিলার লাগান।

তারপর গালে, চিক বোনে, নাকের উপর, কপালে এবং থুতনিতে ব্লাশ এবং হাইলাইটার লাগিয়ে নিন। সবশেষে সেটিং পাউডার চোখের তলায় লাগিয়ে মেকআপ সেট করে নিন। শেষে লিপস্টিক না লাগালে পুরো মেকআপ টাই ফিকে পড়ে যাবে। চাইলে আইমেকআপ হিসেবে স্মোকি আইজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আইশ্যাডো প্লেটে সাহায্য নিতে হবে আপনাকে। আর মনে করে গাঢ় কাজলে রাঙাতে কিন্তু ভুলবেন না চোখ। আজকাল আবার অনেকেই ন্যুড মেকআপ করছেন। সেক্ষেত্রে আপনি মেকআপ করলেও বোঝা যাবে না যে আপনি মেকআপ করেছেন। সেরকম মেকআপ চাইলে প্রথমে চোখের পাতায় মাস্কারা লাগিয়ে নিন। তারপর ন্যুড শেড লাগান চোখের উপর। এর উপর সামান্য গ্লিটার লাগিয়ে ব্রাউন শেডের কাজল বেছে নিন, তাহলেই ন্যুড লুক রেডি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বারাসতের দক্ষিণপাড়ায় ৪৫৪ বছরের শিবের কোঠার দুর্গাপুজো সংকল্পিত হয় যোধাবাঈয়ের নামে

পুজো মানেই ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি: মধুমিতা সরকার

কোল্ড ড্রিঙ্কস অমলেট! পুজোর কলকাতা মাতাচ্ছে নতুন স্ট্রীট ফুড

পুজোর আগেই জেনে নিন দশমীর দিন কেন প্রতিমা বিসর্জন দেওয়া হয় ?

পুজোয় ঠাকুরবাড়ির স্বাদে চিড়ের খিচুড়ি! জেনে নিন সহজ পদ্ধতি

মন ভাল নেই, জাঁকজমকভাবে হচ্ছে না বাড়ির পুজো, হঠাৎ কী হল সুদীপার?

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর