এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আমি শিশির অধিকারী বলছি! ভাইরাল অডিও টেপ

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন ধরেই তৃণমূলের(TMC) তরফে অভিযোগ তোলা হচ্ছিল খাতায়কলমে জোড়াফুলের সাংসদ হয়েও বিজেপির(BJP) জন্য ভোট চাইছেন শিশির অধিকারী(Sishir Adhikari)। আর সেটা তিনি করছেন নিজের বাড়ি ‘শান্তিকুঞ্জ;-তে বসেই। কাঁথি(Contai) শহরের এই বাড়িতেই বাস অধিকারীদের। সেখানে বসেই শিশিরবাবু কাঁথিতে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট চাইছেন লোককে ফোন করে করে। তৃণমূলের এহেন অভিযোগকে এবার অনেকটাই শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে(Social Media) ভাইরাল হওয়া একটি অডিও। রাজ্যের শাসক দলের অভিযোগ ওই অডিয়োতে শিশিরবাবুকে বিজেপির হয়ে ভোট চাইতে শোনা গিয়েছে, যা দলবিরোধী কার্যকলাপ হিসাবে চিহ্নিত হতে পারে। সেক্ষেত্রে তাঁর সাংসদ পদ খারিজ হওয়াই উচিত। মজার কথা এই বিষয়ে রাজ্যের প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমের তরফে শিশিরবাবুকে ফোন করা হলে তিনি তো বিষয়টি অস্বীকার করেনইনি, উল্টে নিজেই জানিয়েছেন, ‘ভোট দিতে বলাটা অপরাধ নাকি!’

আগামিকাল রাজ্যের যে ১০৮টি পুরসভায় ভোট হতে চলেছে তার মধ্যে থাকছে কাঁথি পুরসভাও। এবারে সেখানে শুধু বিজেপি প্রেস্টিজ ফাইটেই নেমেছে তাই নয়, প্রার্থী না হয়েও কার্যত গোটা অধিকারী পরিবার বিজেপির হয়ে ভোটের ময়দানে নেমে পড়েছে। কেননা বিজেপি কাঁথিতে হেরে গেলে কার্যত অধিকারী পরিবার তাঁদের এই শেষ দুর্গের ওপর থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। যা কার্যত তাঁদের রাজনৈতিক কেরিয়ারে একটা দাঁড়ি টেনে দিতে পারে। এই অবস্থায় শুভেন্দু যেমন কাঁথিতে মাটি কামড়ে পড়ে থেকে বিজেপির হয়ে প্রচার করে গিয়েছেন, তেমনি শিশির অধিকারীও বাড়িতে বসে টেলিফোন করে বিজেপি প্রার্থীদের হয়ে আমজনতার কাছে ভোট চেয়েছেন। যে অডিয়ো টেপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে শোনা গিয়েছে দু’জনের কণ্ঠস্বর। এক জনের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে, তিনি বয়স্ক। অন্য জনের স্বর শুনে মনে হচ্ছে, তিনি অপেক্ষাকৃত তরুণ।

ফোন ধরতেই বয়স্ক কণ্ঠের ব্যক্তি বলেন, ‘আমি শিশির অধিকারী বলছি।’ তরুণ কণ্ঠের ব্যক্তি উত্তর দেন, ‘হ্যাঁ, স্যার, বলুন।’ এর পর সেই বয়স্ক কণ্ঠের ব্যক্তি অন্য জনের পরিচয় জানতে চান। তখন তরুণ কণ্ঠের ব্যক্তি বলেন, ‘আমি ১৩ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ।’ এর পর নিজেকে শিশির অধিকারী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, ‘আমার ছেলে বলেছিল, আপনাকে ফোন করে এক বার বলতে। একটু দেখে দেবেন বাবা।’ তখন নিত্যানন্দ পরিচয়ের ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, ‘কাকে দেখব স্যার?’ উত্তরে বয়স্ক কণ্ঠ বলেন, ‘শুভেন্দুর প্রার্থীকে।’ এর পরই নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি জিজ্ঞাসা করেন, ‘শুভেন্দুর প্রার্থী মানে কে?’ তখন নিজেকে শিশির হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তি উত্তর দেন, ‘সে আপনাকে দেখে নিতে হবে। আমি বলতে পারব না।’ নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি তার জেরে প্রশ্ন করেন, ‘শুভেন্দু তো বিজেপি করেন। আপনিও তা হলে বিজেপি-কে ভোট দিতে বলছেন?’ তখন শিশির পরিচয় দেওয়া ব্যক্তি জবাব দেন, ‘আমি বলব, ভদ্রলোককে দেবেন। চোর-ডাকাতকে দেবেন না। তৃণমূল পার্টিতে যাঁরা আছেন সেটা আপনি আমার থেকে বেশি জানেন। আপনি বুদ্ধিমান লোক। চোর-ডাকাত চেনেন না? আমি খুব বিনীত ভাবে বলছি।’ এর পর নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি পাল্টা খোঁচা দেন, ‘আপনি যদি সাংসদ পদ ছেড়ে নেমে পড়তেন, তা হলে স্যার, সব জিতে যেত। আর তৃণমূল মাঠে থাকত না।’ সেই কথা শুনে শিশির হিসাবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, ‘আমি কেন নামব? আপনি তো পাকা জিনিস। আপনি না করলে ছেড়ে দিন। অত বক্তৃতার কী আছে! না পারলে আপনার বাড়িতে কে যাবে? ভোটাধিকার নিজস্ব অধিকার।’ এরপরেই নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি ফোনে শ্লোগান দিয়ে বলে ওঠেন, ‘জয় বাংলা। বুড়ো বয়সে ভীমরতি।’

উল্লেখ্য গত বছরই শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবেদন করেছে তৃণমূল। লোকসভার সাংসদ ওম বিড়লা এ নিয়ে প্রাথমিক তদন্তের নির্দেশও দিয়েছেন। এই আবহে অডিও টেপ প্রকাশ্যে আসতেই এখন বিতর্ক তৈরি হয়েছে। কারণ এখনও তৃণমূলের সাংসদ শিশির। এই অবস্থায় বিজেপির হয়ে ভোট চাওয়া রীতিমত দলবিরোধী কাজ হিসাবেই চিহ্নিত হবে। কাঁথির একাধিক তৃণমূল নেতাদের দাবি, বয়স্ক লোকের ওই কণ্ঠস্বর শিশিরেরই। পুরভোটের আগে কাঁথির বিভিন্ন ওয়ার্ডের দলের প্রথম সারির নেতাদের ধরে ধরে ফোন করে বিজেপি-কে সাহায্য করার আবেদন করেছেন খাতায়কলমে এখনও তৃণমূলে থাকা শিশির। এর পরেই গোটা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন কাঁথির ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। তাঁর কথায়, ‘এরা জালিয়াত। সারদা-নারদ করা জালিয়াত পরিবার। শিশিরবাবু মানুষকে ফোন করছেন মানে এদের জমি হারিয়ে গিয়েছে। এক কালে যাঁর নামে ভোট হত, আজ তিনিই ভোট চাইছেন বাড়ি বাড়ি ফোন করে! এটাই লজ্জার।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের তৃণমূলের বিক্ষোভের মুখে অধীর, এবার নওদায় ‘গো ব্যাক’ স্লোগান

বিষ্ণুপুর শিল্পতালুকে বন্ধ কারখানা কিনে তা চালু করছে টাটারা

ডাউন ব্যান্ডেল লোকালে আগুন, দুর্ভোগে যাত্রীরা

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর