এই মুহূর্তে




বাড়িওয়ালা তৃণমূল প্রার্থী, ভাড়াটে লড়ছেন বিজেপির হয়ে! জমাটি লড়াই চুঁচুড়ায়




নিজস্ব প্রতিনিধি: ভাড়াটে ও বাড়িওয়ালার মধ্যে সম্পর্ক সাপে-নেউলে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাড়াটে বনাম বাড়িওয়ালার লড়াই নতুন কোনও ঘটনা নয়। একাধিক ইস্যু থাকে বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে। যা নিয়ে অশান্তি চলতেই থাকে। কিন্তু এবার ভিন্ন স্বাদ দেখা গেল হুগলির চুঁচুড়া(Chunchura) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। যেখানে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন বাড়ির মালিক ও বিজেপির দল থেকে টিকিট পেয়েছেন ভাড়াটে। রাজনৈতিক লড়াই বাড়িমালিক ও ভাড়াটেদের মধ্যে। গত ৪ বছর ধরে চন্দ্রিমা সরকারের বাপের বাড়িতে ভাড়া থাকেন জুঁই পাণ্ডে। ওই চন্দ্রিমাকে এবার ১৪ ওয়ার্ডে প্রার্থী করেছে শাসকদল তৃণমূল(AITC)। অন্যদিকে জুঁই পাণ্ডে। যিনি ভাড়াটিয়া, কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।

যদিও দুই বিপরীত দলের প্রার্থী হলেও নিজেদের মধ্যে অশান্তি নেই। আর চার পাঁচজন ভাড়াটিয়ার থেকে অন্যধরনের সম্পর্ক জুঁই ও চন্দ্রিমার। দু’জনের মধ্যে সম্পর্ক খুবই ভালো। কিন্তু রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়বে না। এই পন করেই দুই ভিন্ন দলের প্রার্থী নেমেছেন ভোটের ময়দানে। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভার ভোট। হাতে আর সময় প্রায় নেই বললেই চলে। তাই দুই প্রার্থীই প্রচার করছেন ফুলদমে। এর আগে ১৪ নম্বর ওয়ার্ড ছিল তৃণমূলের(AITC) দখলে। তবে গতবারের কাউন্সিলর এলাকায় সেইভাবে আসতেন না বলে স্থানীয়দের অভিযোগ। তাই তাঁকে বাদ দিয়ে চন্দ্রিমা সরকারকে প্রার্থী করেছে শাসকদল। আইনের ছাত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু’বছর ধরে রাজনীতি করেছেন। গুরুদায়িত্ব পড়েছে তৃণমূল(AITC) প্রার্থীর কাঁধে।

চন্দ্রিমাদেবীর শ্বশুরবাড়ি ও বাপেরবাড়ি একই ওয়ার্ডে। তাঁর বাপের বাড়িতেও খোলা হয়েছে দলীয় কার্যালয়। আর সেই বাড়িতেই ভাড়া থাকেন বিজেপি-র(BJP) জুঁই পাণ্ডে। তাঁর বাপের বাড়িতেও খোলা হয়েছে দলীয় কার্যালয়। আর সেই বাড়িতেই ভাড়া থাকেন বিজেপি-র(BJP) জুঁই পাণ্ডে। তাঁর সমর্থনেও সেখানে খোলা হয়েছে নির্বাচনী কার্যালয়। রাজনৈতিক দল আলাদা হলেও দ্বন্দ নেই দুই প্রার্থীর মধ্যে। এই বিষয়ে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা দেবী জানিয়েছেন, ‘বাড়িতে আমাদের মধ্যে কোনও লড়াই নেই। লড়াই হবে ভোটের ময়দানে। আগামী ২৭তারিখ মানুষ রায় দেবে। দিদির উন্নয়নে ভরসা করে নিশ্চিত লড়াইয়ে আমিই জিতব।’ যদিও বিজেপির হয়ে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ভাড়াটিয়া জুঁই পাণ্ডে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্পিডবোট উল্টে জলে পড়লেন জেলাশাসক-সাংসদ

ডিভিসি’র ছাড়া জলে প্লাবিত হুগলি ও মেদিনীপুর, কেশপুরে ১০ বছরের নাবালকের মৃত্যু

ডিভিসি জল ছাড়ায় ভয়াবহ পরিস্থিতি পূর্ব বর্ধমানের জামালপুরে, প্লাবিত বহু এলাকা

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিরাপত্তা বেষ্টনী পরিদর্শন পুলিশ সুপারের

মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

পাঁশকুড়াতে কাঁসাই নদীর জল বেড়ে বাঁধ ভেঙে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর