এবছর কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে ফিল্ম ইন্ডাস্ট্রি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হতেই আশার আলো দেখেছে প্রযোজনা সংস্থাগুলো। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে ১০০ শতাংশ দর্শক আসন নিয়ে হল খোলার অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন নির্বাসনে থাকার পর যশরাজ, টি-সিরিজ, দীনেশ বিজান, ধ্ররম প্রোডাকশন, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ১১ টি ছবি মুক্তি পেতে চলেছে। জানা গিয়েছে, ১১ টি ছবির হাত ধরে ১৫শো কোটি টাকার ব্যবসা করতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রি।
১. ১৯শে মার্চ মুক্তি পেতে চলেছে 'সন্দীপ অউর পিংকি ফারার'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়াকে। ছবিটি পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়।
২. ২৩শে এপ্রিল মুক্তি পাবে 'বান্টি অউর বাবলি ২'। ছবিতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়, সইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগতা শর্বরী-কে। ছবিটির পরিচালনা করেছেন বরুণ ভি ভর্মা। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।
৩. ২৮শে মে মুক্তি পাবে 'বেল বটম' ছবিটি। অক্ষয় কুমার, বাণী কাপুর, হুমা কুরেশি, লারা দত্তকে দেখা যাবে এই ছবিটিতে। পরিচালনায় রঞ্জিত তিওয়ারি।
৪. ৪ই জুন মুক্তি পাচ্ছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন অভিনীত '৮৩'। যেটির পরিচালক কবীর খান।
৫. ১৮ই জুন মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত 'ঝুন্ড'। যেটির পরিচালনা করেছেন নাগরাজ মঞ্জুলে। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ।
৬. ২৫শে জুন মুক্তি পাচ্ছে রণবীর কাপুর, বাণী কাপুর, সঞ্জয় দত্ত অভিনীত 'শামশেরা'। ছবিটি পরিচালনা করছেন করণ মালহোত্রা। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।
৭. ৯ই জুলাই মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা, বাণী কাপুর অভিনীত 'চণ্ডীগড় করে আশিকী' ছবিটি। পরিচালনায় অভিষেক কাপুর। প্রযোজনায় টি-সিরিজ।
৮. ৬ই অগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, সারা আলি খান, ধনুশ অভিনীত 'আতরঙ্গী রে'।
৯. ২৭শে অগস্ট মুক্তি পাবে 'জয়েশভাই জোরদার'। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং, শালিনী পাণ্ডে, বোমান ইরানি, রত্না পাঠক শা। ছবিটির পরিচালনা করেছেন দিব্যাঙ্গ ঠক্কর। প্রযোজনায় মণীষ শর্মা এবং যশরাজ ফিল্মস।
১০. 'পৃথ্বীরাজ' মুক্তি পাবে এবছর ৫ই নভেম্বর। 'পৃথ্বীরাজ'-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ। ছবিটি পরিচালনা করেছেন ড: চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।
১. ১৯শে মার্চ মুক্তি পেতে চলেছে 'সন্দীপ অউর পিংকি ফারার'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়াকে। ছবিটি পরিচালনা করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়।
২. ২৩শে এপ্রিল মুক্তি পাবে 'বান্টি অউর বাবলি ২'। ছবিতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়, সইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগতা শর্বরী-কে। ছবিটির পরিচালনা করেছেন বরুণ ভি ভর্মা। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।
৩. ২৮শে মে মুক্তি পাবে 'বেল বটম' ছবিটি। অক্ষয় কুমার, বাণী কাপুর, হুমা কুরেশি, লারা দত্তকে দেখা যাবে এই ছবিটিতে। পরিচালনায় রঞ্জিত তিওয়ারি।
৪. ৪ই জুন মুক্তি পাচ্ছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন অভিনীত '৮৩'। যেটির পরিচালক কবীর খান।
৫. ১৮ই জুন মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত 'ঝুন্ড'। যেটির পরিচালনা করেছেন নাগরাজ মঞ্জুলে। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ।
৬. ২৫শে জুন মুক্তি পাচ্ছে রণবীর কাপুর, বাণী কাপুর, সঞ্জয় দত্ত অভিনীত 'শামশেরা'। ছবিটি পরিচালনা করছেন করণ মালহোত্রা। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।
৭. ৯ই জুলাই মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা, বাণী কাপুর অভিনীত 'চণ্ডীগড় করে আশিকী' ছবিটি। পরিচালনায় অভিষেক কাপুর। প্রযোজনায় টি-সিরিজ।
৮. ৬ই অগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, সারা আলি খান, ধনুশ অভিনীত 'আতরঙ্গী রে'।
৯. ২৭শে অগস্ট মুক্তি পাবে 'জয়েশভাই জোরদার'। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং, শালিনী পাণ্ডে, বোমান ইরানি, রত্না পাঠক শা। ছবিটির পরিচালনা করেছেন দিব্যাঙ্গ ঠক্কর। প্রযোজনায় মণীষ শর্মা এবং যশরাজ ফিল্মস।
১০. 'পৃথ্বীরাজ' মুক্তি পাবে এবছর ৫ই নভেম্বর। 'পৃথ্বীরাজ'-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ। ছবিটি পরিচালনা করেছেন ড: চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment