এই মুহূর্তে




‘আমি কারও কাজ ছিনিয়ে নিতে চাই না’, এবার বলিউড ছাড়লেন স্বনামধন্য কোরিওগ্রাফার




নিজস্ব প্রতিনিধি: অনুরাগ কাশ্যপের পর এবার গীতা কাপুর! বলিউড ছাড়ছেন জনপ্রিয় কোরিওগ্রাফার। বলিউডের যে কয়টি খ্যাতনামা কোরিওগ্রাফার আছেন, তাঁদের মধ্যে একজন গীতা কাপুর। মোটা ফিগার নিয়েও তাঁর কোমরের ঠুমকা দেখে কুপোকাত হয়ে যান ভক্তরা। বলিউড ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত গীতা কাপুর। তিনি পরিচালক প্রযোজক ফারাহ খানের সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কভি খুশি কভি গাম’, ‘মহাব্বাতে’, ‘ম্যায় হুঁ না’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন। যেখানে তিনি ফারাহ খানের সহকারী কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত কয়েক বছর ধরে তাঁকে টেলিভিশনের ডান্স রিয়েলিটি শোগুলিতে বিচারক হিসেবে দেখা যাচ্ছে। সেখানেও তিনি যথেষ্ঠ জনপ্রিয়। কিন্তু এত খ্যাতি থাকা সত্ত্বেও এখন তিনি বলিউড ছাড়ার কথা কেন বলেছেন?

সম্প্রতি গীতা নিজেই জানিয়েছেন, তিনি বলিউড ছেড়ে দিয়েছেন।আপাতত বলিউডে ফেরার কোনও ইচ্ছে নেই তাঁর। তিনি চান এখন নতুনরা সুযোগ পাক। সাম্প্রতিক সাক্ষাৎকারে গীতা কাপুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কবে বলিউডে ফিরছেন? জবাবে গীতা বলেছিলেন, ‘এখানে ইতিমধ্যেই কাজের অভাব রয়েছে। আমি এমন লোকদের মধ্যে নই, যাঁরা কাজ ছিনিয়ে নিয়ে কাজ করে। অন্যের খাবারে ভাগ বসায়। আমি এই ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু পেয়েছি। টাকা, খ্যাতি, সম্মান অর্জন করেছি। কিন্তু এখন আর নেই। তবে হ্যাঁ, আমি এখুনি বলেছি না যে, আগামিদিনে আমি বলিউডে ফিরব না। ভাল সুযোগ পেলে অবশ্যই ফিরব। এই মূহুর্তে আমি যেখানে আছি, সেখানেই খুশি আছি।’

তিনি আরও বলেছেন, তিনি বলিউডে কপি-পেস্টের কাজ করতে চান না। তিনি সৃজনশীলতা পছন্দ করেন। তাই তিনি সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে পারবেন না। আসলে একটা সময়ের পর বলিউডে কাজ পাওয়া যায়না, এমন দাবি যুগ যুগ ধরেই করে আসছেন অনেকেই। মাস কয়েক আগেই বলিউডে কাজ ও সম্মানের অভাবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনিও বলিউডে ফিরতে চান না। এবার তাঁর পথ অনুসরণ করলেন কোরিওগ্রাফার গীতা কাপুর। কিন্তু তিনি ঠিক কী কারণে বলিউড ছাড়ছেন, তা স্পষ্ট করেননি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ