সুশান্তের নামে চালু হতে পারে জাতীয় পুরস্কার
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে বিশেষভাবে সম্মান জানানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সুশান্তের নামে এবার চালু হতে পারে জাতীয় পুরস্কার। সূত্রের খবর, জাতীয় পুরস্কারের কোনও একটি বিভাগে সুশান্তের নামাঙ্কিত একটি পুরস্কার চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সে প্রস্তাব এখনও পাস হয়নি।
অন্যদিকে, সুশান্তের জীবন নিয়ে তৈরি হতে চলেছে একটি ছবি। এখনও পর্যন্ত ছবির নাম ঠিক করা হয়েছে 'ন্যায় দ্য জাস্টিস'। দিলীপ গুলাটি পরিচালিত এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাহুল শর্মা এবং সরলা সারৌগি। সুশান্তের চরিত্রে অভিনয় করছেন জুবের খান। রিয়া চক্রবর্তীর চরিত্রে দেখা যাবে শ্রেয়া শুক্লাকে। এই ছবিটি মূলত তাঁদের জীবনের কাহিনী তুলে ধরবে দর্শকের সামনে।
অন্যদিকে, সুশান্তের জীবন নিয়ে তৈরি হতে চলেছে একটি ছবি। এখনও পর্যন্ত ছবির নাম ঠিক করা হয়েছে 'ন্যায় দ্য জাস্টিস'। দিলীপ গুলাটি পরিচালিত এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাহুল শর্মা এবং সরলা সারৌগি। সুশান্তের চরিত্রে অভিনয় করছেন জুবের খান। রিয়া চক্রবর্তীর চরিত্রে দেখা যাবে শ্রেয়া শুক্লাকে। এই ছবিটি মূলত তাঁদের জীবনের কাহিনী তুলে ধরবে দর্শকের সামনে।
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment