নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে গণেশ উৎসব এখনও রমরমা। সেখানে প্রাচীন পুজো লালবাগের গণেশ রাজাকে দর্শন করতে এখনও ভিড় জমাচ্ছেন তারকারা। ৮ দিন পরেও এখনও হাজার হাজার মানুষের ভিড় সেই চত্বরে। যদিও সেলিব্রিটিদের দেখার জন্য বাড়তি ভিড়। গতকাল সোনু সুদ, ফারাহ খান সেখানে গিয়ে চরম বিপর্যয়ে পড়েছিলেন। ভিড়ে একেবারে চিরে চ্যাপ্টা। তবে নিরাপত্তারক্ষীদের সান্নিধ্যে তাঁরা বড়সড় বিপাকে পড়েননি। সেখানে কিছুদিন আগেই শাহরুখ খান গিয়ে ছিলেন। এছাড়াও গত রবিবার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির গণেশ পুজোতেও ভিড় জমিয়েছিলেন বলিউডের অনেক তারকা। তবে সেখানে শাহরুখ খান এবং সলমন খানকে দেখা গেলেও আমির খানের দেখা মেলেনি।
অবশেষে গতকাল মুম্বইয়ের বিভিন্ন পূজা প্যান্ডেল পরিদর্শনে বেরিয়েছিলেন আমির মুম্বইয়ের বিজেপি সভাপতি আশিস শেলারের বাড়িতেও দেখা গিয়েছে! সেখান থেকে অভিনেতার একাধিক ছবি-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, একটি কুর্তা এবং পায়জামা পরে হাতে আরতির থালা নিয়ে পুজো দিতে যাচ্ছেন। আমির খান চশমা পরেছিলেন এবং একটি মাথায় হেয়ারব্যান্ড পরেছিলেন। আমিরকে মিষ্টির থাল হাতে নিয়ে দেখা গিয়েছে। ভিডিওটি পাপারাজ্জো অ্যাকাউন্টে শেয়ার করা মাত্রই অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ভক্ত আমিরের ভদ্রতার কথা উল্লেখ করে লিখেছেন, “বাহ তিনি খুবই সরল এবং ডাউন টু আর্থ। সত্যিই চমৎকার আমির খান।”
কাজের সামনে, আমির খানের প্রযোজনা সংস্থার অধীনে কিছুদিন আগেই রিলিজ করেছে লাপাতা লেডিস, যা তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালনা করেছেন, ছবিটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (টিআইএফএফ) ইতিবাচক সাড়া পেয়েছে।
এছাড়া তিনি খুব শীঘ্রই সানি দেওলের সঙ্গে যৌথভাবে ছবির নাম ঘোষনা করতে চলেছেন। আমির খানকে শেষ করিনা কাপুর খানের সঙ্গে লাল সিং চাড্ডাতে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়। রিপোর্ট অনুযায়ী, আমির এখন তাঁর পরবর্তী চলচ্চিত্রের মুক্তির জন্য ২০২৪ সালের ক্রিসমাস তারিখটি লক করেছেন। যেটি অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল-অভিনীত ওয়েলকাম টু দ্য জঙ্গলের সঙ্গে সংঘর্ষ করবে।