এই মুহূর্তে




‘শাহরুখ ঠাট্টা-তামাশা করত, কিন্তু ডিপ্রেশনে সবসময়ে পাশে পেয়েছি সলমানকে’: আমির




নিজস্ব প্রতিনিধি: বলিউডের তিন খান, আমির খান, শাহরুখ খান এবং সলমান খান। যুগ যুগ ধরেই চলছে এই তিন খানের রাজত্ব। তবে অনেকেই মনে করেন, শাহরুখ, সলমান এবং আমির খান খুব ভাল বন্ধু। তাঁদের বন্ধুত্ব নিয়েও অনেক কথা হয় ভক্তমহলে। মুকেশ আম্বানির ছেলে অনন্তের বিয়েতেও তিন খানকে একসঙ্গে দেখেছে গোটা বিশ্ব। কিন্তু একটা সময় বলিউডের তিন খানের মধ্যে সম্পর্ক একেবারেই ভাল ছিল না। এরপর কখন এবং কীভাবে এই তিনজনের মধ্যে সম্পর্ক ভাল হল? সম্প্রতি আমির খান নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখের সঙ্গে সম্পর্ক ভাল হয়ে উঠল তাঁর? এমনকী তিনি যখন হতাশায় ভুগছিলেন, তখন সলমান কীভাবে তাঁকে সমর্থন করেছিলেন!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানালেন যে, ‘একটা সময় ছিল যখন আমি এবং শাহরুখ খান কেউ কাউকে তেমন ভালভাবে চিনতাম না। তবে আমরা একে অপরের সঙ্গে দেখা করতাম। মাঝে মাঝে একে অপরের বাড়িতে আড্ডা দিতাম। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ছিল একেবারেই ভিন্ন ছিল। কিন্তু এখন আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে। আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছি। আমরা একে অপরকে ‘ছিছোরা’ বলে ডাকি। আমার ফার্মহাউসের কুকুরের নাম শাহরুখ খান ছিল। তা নিয়েও কম বিতর্ক হয়নি। কিন্তু শাহরুখ প্রায়ই আমার উপর নানা রকম রসিকতা করে। প্রতি বছর যখন কোনও পুরস্কার অনুষ্ঠানে আমি যাই না, তখনও মানুষ আমাকে মন্তব্য করে। তবে এখন আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে। আমরা প্রায়শই দেখা করি। আমরা একসঙ্গে যখন বসি, তখন সকাল ৭টা পর্যন্ত আলোচনা চলে, আলোচনা শেষই হয়না। এখন পর্যন্ত আট থেকে দশবার এমনটা ঘটেছে।”

এরপর হতাশার সময় সলমান তাঁকে কিভাবে সমর্থন করেছিলেন, সেই নিয়ে আমির বলেন, ‘রীনার সঙ্গে আমার বিবাহবিচ্ছেদের পর আমরা দুজনেই ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। তখন আমি বিষণ্ণতায় ভুগছিলাম। কিন্তু আমি, সলমান এবং শাহরুখ ভালো বন্ধু ছিলাম না। সেই সময় অর্থাৎ ২০০০-০১ সালে আমি প্রতি রাতে প্রচুর পরিমাণে মদ্যপান করতেন।আমি তখন একা বসে থাকতাম এবং কারো সঙ্গে দেখা করতাম না। জুহি চাওলা যেমন আমার সঙ্গে দেখা করতে আসতেন, তেমনি একদিন সলমান খানও আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে তিনি আমার বাড়িতে খাবার খেতে এসেছিলেন। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছিলাম। আমি তার সঙ্গে আমার হৃদয় ভাগ করে নিতাম কারণ আমি তখন হতাশায় ছিলাম। তিনিও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেছিলেন। আমাদের বন্ধুত্ব সেখান থেকেই শুরু হয়েছিল।” তবে আমির এবং সলমান “আন্দাজ আপনা আপনা” ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে, শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেননি আমির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ