এই মুহূর্তে




‘অনুরাগের ছোঁয়া’-র পর ফের ছোটপর্দায় অভিষেক-কন্যা, এবার নায়িকার চরিত্রে সাইনা




নিজস্ব প্রতিনিধি: খুব অল্পবয়সেই স্ত্রী, কন্যা সকলকে ফেলে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। নব্বইয়ের দশকে সুপারস্টার অভিনেতা বললেও, ভুল করা হবে না। যদিও মৃত্যুর আগে ধারাবাহিকে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। মাত্র ৫৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিষেক। তাঁর মৃত্যুতে আজও টলিউড শোকাহত। তাঁর শুন্যস্থান কখনই পূরণ হবেনা। যাই হোক, বর্তমানে মেয়েকে একাই মানুষ করছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা। মেয়ে অন্ত প্রাণ ছিলেন অভিষেক। তাঁর মেয়ের নাম ডল। ভাল নাম সাইনা চট্টোপাধ্যায়। বাবার পথ অনুসরণ করে ইতিমধ্যেই অভিনয়ে ডেবিউ করেছেন সাইনা।

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক দীর্ঘদিন রূপার ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। টানা টানা চোখ, লম্বা চুল, একেবারে নায়িকাসুলভ চেহারা হয়েছে অভিষেক কন্যার। সে দেখতেও খানিকটা বাবার মতো। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু ধারাবাহিক তাঁর চরিত্র শেষ হয়েছে। সেই সূত্রে বেশ অনুরাগী সংখ্যাও রয়েছে তাঁর। কিছুদিন আগে ১৫ বছরের জন্মদিন গিয়েছে সাইনার। মেয়েকে বাবার অভাব কখনই বুঝতে দেন না সংযুক্তা। তাই মেয়ের জন্মদিনের অনুষ্ঠানও ধুমধাম করে পালন করেছেন সংযুক্তা।

যাই হোক, অনুরাগের ছোঁয়ার পর আর তেমনভাবে সাইনাকে পর্দায় দেখা যায়নি। পড়াশোনার জন্যে মেয়েকে কিছুদিন অভিনয়ের থেকে দূরেই রেখেছিলেন সংযুক্তা। শোনা গিয়েছিল, মাস কয়েক ধরেই চ্যানেল থেকে বিভিন্ন চরিত্রের প্রস্তাব পাচ্ছিলেন সাইনা। কিন্তু পড়াশোনার জন্যে অনেক প্রস্তাব প্রত্যাখ্যান করতে হয় তাঁকে। তবে এবার টলিউড চত্বরের গুঞ্জন, জি বাংলার নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করবেন সাইনা। এর মধ্যেই তাঁর লুক সেট হওয়ার কথা রয়েছে তাঁর। বর্তমানে নবম শ্রেণির ছাত্রী সাইনা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ব্যাপক মনোযোগী সে। দুটি কাজ একসঙ্গে সামাল দিতে পারে সে। যদিও এখন হোম স্কুলিং-এর মাধ্যমে পড়াশোনা করছে সাইনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ