নিজস্ব প্রতিনিধি: মাদক মামলায় জামিন পেলেন অভিনেতা গৌরব দীক্ষিত। শুক্রবার ৫০ হাজার টাকার বন্ডে গৌরবকে জামিন দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২৭শে অগস্ট অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এরপরেই তাঁকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এএনআই সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু শর্তে এদিন অভিনেতাকে জামিন প্রদান করেছে মুম্বইয়ের আদালত। যেমন-আদালতের অনুমতি ছাড়া মুম্বই ছাড়তে পারবেন না তিনি। এছাড়াও চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত সপ্তাহে ৩-দিন, সোমবার, বুধবার ও শুক্রবার এনসিবি অফিসে রিপোর্ট করতে হবে তাঁকে।
প্রসঙ্গত, গত ১লা এপ্রিল মাদক মামলায় গ্রেফতার হন বলিউডের অপর এক অভিনেতা এজাজ খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। এরপরই গৌরবের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁর বাড়ি থেকে দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার হয়।