এই মুহূর্তে




উঠতি মডেলকে কুপ্রস্তাব, অভিযোগ উঠতেই কী সাফাই দিলেন ‘বৌ কথা কও’-এর নিখিল?

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই সিনেমা-ধারাবাহিক পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানি, প্রতারণার অভিযোগ তুলে নেটপাড়ায় সরব হন উঠতি মডেল বা অভিনেত্রীরা। তাঁদের কীর্তি ফাঁস করে বলেন যে, ছবিতে সুযোগ করিয়ে দেওয়ার নামে পরিচালক-প্রযোজকদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন তাঁরা। এমনকী মাঝে মধ্যে অভিনেতাদের বিরুদ্ধেও এমন অভিযোগ ওঠে। যেমন, দিন দুয়েক আগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। আর স্ক্রিনশটগুলি প্রকাশ্যে এনেছিলেন ওই মডেল নিজেই। সেই মডেলের দাবি ছিল, অভিনেতা তাঁকে নিত্যদিন মেসেজ পাঠিয়ে উত্যক্ত করেন। আর ওই মহিলার পোস্ট ভাইরাল হতেই আরও অনেক মহিলা একই অভিযোগ তোলেন ঋজুর বিরুদ্ধে। এই নিয়ে কয়েকদিন ধরেই টলমল অভিনেতা।

অবশেষে বেকায়দায় পড়ে মুখ খুলতে বাধ্য হলেন অভিনেতা নিজেই। বাংলা ধারাবাহিক অন্যতম জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাস। মানালি দে-র সঙ্গে জুটি বেঁধে ‘বউ কথা কও’ ধারাবাহিকের মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন তিনি। বেশ হিটও হয়েছিল ধারাবাহিকটি। এরপরেও একাধিক ধারাবাহিক, সিরিজের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ছিলেন ঋজু। কিন্তু গত সাতমাস ধরে তাঁর কাজ বন্ধ। কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। জানা যায়, মায়ের অসুস্থতার জন্য অনেক দিন স্টুডিওপাড়া থেকে দূরে তিনি। তার মধ্যেই এমন কাণ্ড শুনে তিনি নিজেই অবাক।

ঋজু দাবি করেছেন যে, মেসেজ করে কোনও ভুল করেননি তিনি। কোনও অশালীন প্রস্তাব দিয়েছেন সেটাও লেখা নেই কোথাও। সোশ্যাল মিডিয়ায় এক জন অন্য জনকে মেসেজ করতেই পারেন। অভিনেতা আরও বলেন, তাঁর বন্ধুরাই তাঁকে এই বিষয়ে নাক না গলাতে পরামর্শ দিয়েছে। বলেছে ‘প্রোফাইল হ্যাক্‌ড হয়েছে’ বলে বিষয়টিকে এড়িয়ে যেতে। মিথ্যা কথা বলতে তিনি একেবারেই পছন্দ করেন না। বলেনও না। অনেককেই তিনি মেসেজ করেছেন। শাড়িতে দেখে ভাল লেগেছে তাই প্রশংসা করেছেন। এটা তিনি অন্যায় বলে মনে করেন না। তবে এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ করবেন বলেন জানিয়েছেন। ওই উঠতি মডেলের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এই মূহুর্তে তাঁর মা অসুস্থ, যিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তাই আর্থিক টানাটানির মধ্যে রয়েছেন তিনি। সবকিছু মিটতেই আবারও অভিনয় শুরু করবেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ