'বোনকে নিয়ে নোংরামি', নেটিজেনদের আক্রমণের জবাব দিলেন সৌরভ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সক্রিয় রাজনীতিতে যোগ দিতেই আক্রমণের মুখে অভিনেতা সৌরভ দাস। গতকাল বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় সৌরভ দাসকে কেন্দ্র করে একটি পুরানো ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি ক্লাবের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৌরভ দাস। সঙ্গে এক মহিলাকে তাঁর বাঁ হাতে জড়িয়ে ধরে রয়েছেন। আর ওই ভিডিওতে গোল করে সৌরভের হাত দেখানোর চেষ্টা করে হচ্ছে। ভিডিও-এর গোল করা অংশে দেখা যাচ্ছে সৌরভের হাত রয়েছে ওই মহিলার বুকের উপর।
মূলত নেটিজেনরা অভিনেতা সৌরভের চরিত্র বিশ্লেষণে মাঠে নেমেছেন। যদিও ভিডিও ভাইরাল হতেই সৌরভ গতকাল রাতে একটি ভিডিও পোস্ট করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওটা ছোট ছবি দেখেছিলে এবার বড় ছবি দেখো। তারপর বিস্তারিত তথ্য দিয়েছেন সৌরভ।
অভিনেতা জানিয়েছেন, ওই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে উনি আমার বোন। পাশেই আমার বাবা দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে যে মহিলাকে জড়িয়ে রয়েছেন অভিনেতা সেটি তাঁর বোন। অভিনেতার জন্মদিনে অনুরাগীরা এত বড় করে সেলিব্রেট করছিলেন সেটাতে আবেগঘন হয়ে যান। স্কুলে লাস্ট বেঞ্চার ছিলেন, আজ তাঁর জন্মদিনে এত লোক শুভেচ্ছা জানাচ্ছেন তাতে চোখের জল ধরে রাখতে পারেনি সৌরভের বাবা। কেঁদে ফেলে অভিনেতার বোন, আর তারপরেই তার বোনকে জড়িয়ে ধরে নিজের আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন।
সৌরভের এই ঘটনা নিয়ে নেটদুনিয়ার নোংরামির তীব্র বিরোধিতা করেছেন কিছু মানুষ। কেউ কেউ আবার যুক্তি দিয়েছেন বোন হলেও ওইভাবে জড়িয়ে ধরাটা ঠিক নয়। যদিও শুধুমাত্র সক্রিয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের হাত ধরে পা রাখায়, এই বিতর্কের সূত্রপাত বলে মত অনেকের।
গত শুক্রবার পর্দার 'মন্টু পাইলট' রাজনীতিতে হাতেখড়ি করেছেন। তৃণমূল কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে পা মিলিয়েছেন সৌরভ।
মূলত নেটিজেনরা অভিনেতা সৌরভের চরিত্র বিশ্লেষণে মাঠে নেমেছেন। যদিও ভিডিও ভাইরাল হতেই সৌরভ গতকাল রাতে একটি ভিডিও পোস্ট করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওটা ছোট ছবি দেখেছিলে এবার বড় ছবি দেখো। তারপর বিস্তারিত তথ্য দিয়েছেন সৌরভ।
অভিনেতা জানিয়েছেন, ওই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে উনি আমার বোন। পাশেই আমার বাবা দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে যে মহিলাকে জড়িয়ে রয়েছেন অভিনেতা সেটি তাঁর বোন। অভিনেতার জন্মদিনে অনুরাগীরা এত বড় করে সেলিব্রেট করছিলেন সেটাতে আবেগঘন হয়ে যান। স্কুলে লাস্ট বেঞ্চার ছিলেন, আজ তাঁর জন্মদিনে এত লোক শুভেচ্ছা জানাচ্ছেন তাতে চোখের জল ধরে রাখতে পারেনি সৌরভের বাবা। কেঁদে ফেলে অভিনেতার বোন, আর তারপরেই তার বোনকে জড়িয়ে ধরে নিজের আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন।
সৌরভের এই ঘটনা নিয়ে নেটদুনিয়ার নোংরামির তীব্র বিরোধিতা করেছেন কিছু মানুষ। কেউ কেউ আবার যুক্তি দিয়েছেন বোন হলেও ওইভাবে জড়িয়ে ধরাটা ঠিক নয়। যদিও শুধুমাত্র সক্রিয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের হাত ধরে পা রাখায়, এই বিতর্কের সূত্রপাত বলে মত অনেকের।
গত শুক্রবার পর্দার 'মন্টু পাইলট' রাজনীতিতে হাতেখড়ি করেছেন। তৃণমূল কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে পা মিলিয়েছেন সৌরভ।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
এই অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
Leave A Comment