তাপসী পান্নু ও অনুরাগের বাড়িতে আয়কর হানা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলার 'উপহার' পেলেন অভিনেত্রী তাপসী পান্নু ও পরিচালক অনুরাগ কাশ্যপ'। সূত্রের খবর, দুই বলিউড তারকার বাড়িতে কিছুক্ষণ আগেই হানা দিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। এরই সঙ্গে মধু মেন্টেনার অফিসেও হানা দিয়েছে আয়কর বিভাগের আধিকারিকরা।
শুধুমাত্র অনুরাগ কিংবা তাপসী নন, মুম্বই ও পুণে জুড়ে প্রায় ২০ টি জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা এইধরনের হানা দিয়েছেন বলে জানা গিয়েছে। মূলত কর ফাঁকি ও সম্পত্তির হিসেব খতিয়ে দেখতেই কাগজপত্র নিয়ে প্রত্যেকের দরজায় হাজির হয়েছেন আয়করের অফিসাররা। অনুরাগের বাড়ি ছাড়াও তাঁর ও মধু মান্তেনার 'ফ্যাণ্টম' প্রযোজনার অফিসে হানা দিয়েছে আয়কর বিভাগ। এছাড়াও অপর এক পরিচালক তথা 'ফ্যাণ্টম'-এর সঙ্গে যুক্ত থাকা অন্যতম প্রযোজক বিকাশ বেহেলের বাড়িতেও পড়েছে আয়করের দফতরের থাবা।
কেন্দ্রীয় সরকারের নানান পদক্ষেপ ও নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে সমালোচনা করেই থাকেন তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপ। কৃষক আন্দোলনে সরকারের ভূমিকা, এনআরসি ও সিএএ, ৩৭০ ধারার মতো বিষয়ে কেন্দ্রের ভূমিকার প্রসঙ্গে কটাক্ষ করেই থাকেন অনুরাগ-তাপসী। সদ্য টুইট বিতর্কে রিহানার পাশে দাঁড়িয়ে কঙ্গনার সঙ্গে যুদ্ধ বাধে তাপসীর। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চক্ষূশুল এই দুই তারকার বিরুদ্ধে ইচ্ছাকৃত হেনস্থার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলাই যায়। সিএএ নিয়ে অনুরাগ কাশ্যপ ২০১৯ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই হানার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাকশ জাভড়েকর জানিয়েছেন, 'আয়কর দফতর নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কাজ করছে। ব্যাপারটি পরবর্তীতে আদালতের কাছে যাবে।'
অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর বাড়িতে আচমকাই আয়কর হানায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের একাধিক মন্ত্রী ও নেতারা। মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক জানিয়েছেন, 'যেভাবে আচমকাই অনুরাগ কিংবা তাপসী ও অন্যান্য তারকার বাড়িতে সিবিআই হানা দিয়েছে তাতে করে মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত। যেসমস্ত তারকারা কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন তাঁদেরই টার্গেট করা হচ্ছে। তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপ লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান, তাই কেন্দ্র তাঁদের আওয়াজ দমানোর জন্য ইডি কিংবা আয়কর দফতরকে পিছনে লাগিয়ে দিয়েছে।'
প্রতিক্রিয়া জানিয়েছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। টুইট করে লালুপুত্র বলেছেন, 'ওরা প্রথমে আইটি, সিবিআই, ইডি, পাঠাবে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে। তারপরে প্রত্যেকের চরিত্রহনন করবে। এই নাতজি সরকার সমাজসেবী, সাংবাদিক, শিল্পীদের এইভাবেই হুমকি দিয়ে আটকানোর চেষ্টা করে।'
কেন্দ্রের নানান নীতির বিরুদ্ধে বারবার মুখ খোলাতেই এই হানা বলে মত বিশেষজ্ঞদের। আপাতত এই আয়কর হানা প্রসঙ্গে মুখ খোলেননি অনুরাগ কিংবা তাপসী।
শুধুমাত্র অনুরাগ কিংবা তাপসী নন, মুম্বই ও পুণে জুড়ে প্রায় ২০ টি জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা এইধরনের হানা দিয়েছেন বলে জানা গিয়েছে। মূলত কর ফাঁকি ও সম্পত্তির হিসেব খতিয়ে দেখতেই কাগজপত্র নিয়ে প্রত্যেকের দরজায় হাজির হয়েছেন আয়করের অফিসাররা। অনুরাগের বাড়ি ছাড়াও তাঁর ও মধু মান্তেনার 'ফ্যাণ্টম' প্রযোজনার অফিসে হানা দিয়েছে আয়কর বিভাগ। এছাড়াও অপর এক পরিচালক তথা 'ফ্যাণ্টম'-এর সঙ্গে যুক্ত থাকা অন্যতম প্রযোজক বিকাশ বেহেলের বাড়িতেও পড়েছে আয়করের দফতরের থাবা।
কেন্দ্রীয় সরকারের নানান পদক্ষেপ ও নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে সমালোচনা করেই থাকেন তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপ। কৃষক আন্দোলনে সরকারের ভূমিকা, এনআরসি ও সিএএ, ৩৭০ ধারার মতো বিষয়ে কেন্দ্রের ভূমিকার প্রসঙ্গে কটাক্ষ করেই থাকেন অনুরাগ-তাপসী। সদ্য টুইট বিতর্কে রিহানার পাশে দাঁড়িয়ে কঙ্গনার সঙ্গে যুদ্ধ বাধে তাপসীর। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চক্ষূশুল এই দুই তারকার বিরুদ্ধে ইচ্ছাকৃত হেনস্থার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলাই যায়। সিএএ নিয়ে অনুরাগ কাশ্যপ ২০১৯ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই হানার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাকশ জাভড়েকর জানিয়েছেন, 'আয়কর দফতর নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কাজ করছে। ব্যাপারটি পরবর্তীতে আদালতের কাছে যাবে।'
অনুরাগ কাশ্যপ ও তাপসী পান্নুর বাড়িতে আচমকাই আয়কর হানায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের একাধিক মন্ত্রী ও নেতারা। মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক জানিয়েছেন, 'যেভাবে আচমকাই অনুরাগ কিংবা তাপসী ও অন্যান্য তারকার বাড়িতে সিবিআই হানা দিয়েছে তাতে করে মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত। যেসমস্ত তারকারা কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন তাঁদেরই টার্গেট করা হচ্ছে। তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপ লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান, তাই কেন্দ্র তাঁদের আওয়াজ দমানোর জন্য ইডি কিংবা আয়কর দফতরকে পিছনে লাগিয়ে দিয়েছে।'
প্রতিক্রিয়া জানিয়েছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। টুইট করে লালুপুত্র বলেছেন, 'ওরা প্রথমে আইটি, সিবিআই, ইডি, পাঠাবে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে। তারপরে প্রত্যেকের চরিত্রহনন করবে। এই নাতজি সরকার সমাজসেবী, সাংবাদিক, শিল্পীদের এইভাবেই হুমকি দিয়ে আটকানোর চেষ্টা করে।'
কেন্দ্রের নানান নীতির বিরুদ্ধে বারবার মুখ খোলাতেই এই হানা বলে মত বিশেষজ্ঞদের। আপাতত এই আয়কর হানা প্রসঙ্গে মুখ খোলেননি অনুরাগ কিংবা তাপসী।
More News:
18th April 2021
'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র জন্য পেক্ষাগৃহ নয়, ওটিটি-ই ভরসা সঞ্জয়ের
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
আলমবাজারে বিক্ষোভের মুখে পার্ণো! লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
17th April 2021
Leave A Comment