নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে ফাটল। আস্তে আস্তে আলগা হচ্ছে দলের বাঁধন। নরেন্দ্র মোদির হাত ছাড়ছেন একের পর এক সেলেব্রেটি। গত মাসেই বিজেপি ছেড়েছিলেন তামিল অভিনেত্রী গৌতমী। আর এবার পদ্ম শিবিরের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন প্রাক্তন সাংসদ তথা দক্ষিণী অভিনেত্রী বিজয়া শান্তি। গত কয়েক মাস ধরেই তিনি দলীয় কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও দূরে ছিলেন। বুধবারই রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। । এছাড়াও সম্প্রতি দল ছেড়েছেন প্রাক্তন সাংসদ বিবেক ভেঙ্কটস্বামী, প্রাক্তন বিধায়ক কোমাতি রেড্ডি, রাজাগোপাল রেড্ডি। এবার সেই তালিকায় যোগ দিলেন বিজয়াশান্তি। বিজেপিতে যে মহিলাদের কোনও সম্মান নেই, এই জল্পনা বহুদিন ধরেই বরাদ্দ রয়েছে।
শুধু তেলেগু অভিনেত্রী বিজয়াশান্তি নয়, এর আগেও একাধিক অভিনেত্রী, যাঁরা দলীয় কোন্দলের কারণে বিজেপি ছাড়েন। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, তবে কী এবার কংগ্রেসে যোগ দেবেন বিজয়াশান্তি? ইতিমধ্যেই জানা গিয়েছে, কংগ্রেস নেতারা বিজয়াশান্তির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁকে দলে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি কংগ্রেসের সিনিয়র নেতাদের বৃহস্পতিবার তাঁর বাসভবনে যাওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে তাঁকে কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ জানাবেন তাঁরা। সূত্রের খবর, রাহুল গান্ধি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে হাত শিবিরে যোগ দিতে পারেন দক্ষিণী অভিনেত্রী।
বিজয়াশান্তি বুধবার সকালে তাঁর সোশ্যাল মিডিয়া পেজে প্রোফাইল ছবি পরিবর্তন করে সন্ধ্যায় তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। অভিনেত্রী বিজয়া শান্তি ১৯৯৮ সালে চলচ্চিত্রে অভিনয় করতে করতেই রাজনীতিতে প্রবেশ করেন। প্রথম বিজেপিতে যোগ দেন। পরে টিআরএস (বর্তমানে বিআরএস) যোগ দিয়ে মেডাক লোকসভা আসন থেকে জয়ী হন। ২০১৪ সালে কে চন্দ্রশেখরের দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তার পরে কংগ্রেস থেকে পদত্যাগ করে ২০২০ সালে বিজয়শান্তি আবার বিজেপিতে যোগ দেন।