নিজস্ব প্রতিনিধি: ২রা অক্টোবর থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগবস ১৫’। ইতিমধ্যেই বারবার করে খবরের শিরোনামে উঠে আসছে এই শোয়ের নাম।
তবে শো শুরুর আগেই হোটেল থেকে পালালেন এক প্রতিযোগী। জানা গিয়েছে, শোতে যোগ দেওয়ার আগে কোয়ারেন্টাইনে রয়েছেন প্রতিযোগীতারা। এদের মধ্যে মুম্বইয়ের এক হোটেল থেকে কোয়ারেন্টাইনে থাকাকালীন পালিয়ে গেলেন আফসানা খান।
জানা গিয়েছে, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, উমার রেজের নাম ঘোষণা করা হয়েছে বিগবসের প্রতিযোগীদের তালিকায়। তার আগেই পালিয়ে গেলেন আফসানা। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘরেই প্যানিক অ্যাটক আসে গায়িকার। এরপরই পঞ্জাবে ফিরে যান তিনি। শো-র তরফে প্রোমোতে যেহেতু তাঁকে দেখিয়ে দেওয়া হয়েছিল, তাই নির্মাতারা এখন কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার। শেষ মুহূর্তে অফসানা-র জায়গায় কে ঢুকবে ‘বিগ বস’র ঘরে! নাকি পরে তাঁকে ওয়াইল্ড কার্ড হিসেবে ঢোকানো হবে সেটাই এখন দেখার অপেক্ষায়।