সব্যসাচী-আলিয়া সাক্ষাৎ, বিয়ের লেহেঙ্গা ফাইনাল?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন ধরেই রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া ভাট। দু'জনকে একসঙ্গে হাত ধরে অনেক জায়গাতে স্পট করা গিয়েছে। একসঙ্গে বাইরে ছুটিও কাটাতে যান। বলিউডে গুঞ্জন, রণবীরের ঘরণী হওয়ার সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন এই ট্যালেন্টেড অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক কিছু কাজকর্ম সেই দিকেই ইশারা করছে। সূত্রের খবর, আলিয়া এর মধ্যে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসেন। এই মিটিংয়ের পিছনেই বিয়ের গন্ধ খুঁজে পেয়েছেন গসিপপ্রেমীরা।
অনেকের ধারনা, বিয়ের লেহেঙ্গা পছন্দ করতেই নাকি সব্যসাচীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিয়া। বলিউডের অনেক সেলেব্রিটিই সব্যসাচীর ডিজাইন করা ট্র্যাডিশনাল লেহেঙ্গা পরে বিয়ে করেছেন। সেই তালিকায় আছেন দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া। আলিয়ারও শখ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লুকে বিয়ের পিঁড়িতে বসতে। সেই কারণে সব্যসাচীর সঙ্গে দেখা করেন বলে অনেকের বিশ্বাস। তবে তিনি একা নয়, রণবীরও সব্যসাচীর সঙ্গে দেখা করেন। যার অর্থ গোপনে দু'জনে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
আলিয়াকে খুব পছন্দ করেন রণবীরের মা নীতু কাপুরও। তাঁকে কাপুর পরিবারের সদস্য করার জন্য তিনি ব্যাকুল। কিন্তু ঋষি কাপুর অসুস্থ থাকায় এখন ছেলের বিয়ে নিয়ে ভাবার সময় পাচ্ছেন না। ভাট পরিবারও চায়, আগে ঋষি কাপুর সুস্থ হয়ে উঠুন, তারপর বিয়ের কথা পাকা করা যাবে। দুই পরিবার সূত্রে খবর, আগামী বছর শুরুর দিকে আলিয়া-রণবীরের বিয়ে পাকা হতে পারে। বলিউডের অন্যান্য স্টার কাপলের মতো আলিয়া-রণবীরের বিয়েতেও যে জাঁকজমকের খামতি থাকবে না তা বলার অপেক্ষা রাখে না।
অনেকের ধারনা, বিয়ের লেহেঙ্গা পছন্দ করতেই নাকি সব্যসাচীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলিয়া। বলিউডের অনেক সেলেব্রিটিই সব্যসাচীর ডিজাইন করা ট্র্যাডিশনাল লেহেঙ্গা পরে বিয়ে করেছেন। সেই তালিকায় আছেন দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া। আলিয়ারও শখ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লুকে বিয়ের পিঁড়িতে বসতে। সেই কারণে সব্যসাচীর সঙ্গে দেখা করেন বলে অনেকের বিশ্বাস। তবে তিনি একা নয়, রণবীরও সব্যসাচীর সঙ্গে দেখা করেন। যার অর্থ গোপনে দু'জনে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
আলিয়াকে খুব পছন্দ করেন রণবীরের মা নীতু কাপুরও। তাঁকে কাপুর পরিবারের সদস্য করার জন্য তিনি ব্যাকুল। কিন্তু ঋষি কাপুর অসুস্থ থাকায় এখন ছেলের বিয়ে নিয়ে ভাবার সময় পাচ্ছেন না। ভাট পরিবারও চায়, আগে ঋষি কাপুর সুস্থ হয়ে উঠুন, তারপর বিয়ের কথা পাকা করা যাবে। দুই পরিবার সূত্রে খবর, আগামী বছর শুরুর দিকে আলিয়া-রণবীরের বিয়ে পাকা হতে পারে। বলিউডের অন্যান্য স্টার কাপলের মতো আলিয়া-রণবীরের বিয়েতেও যে জাঁকজমকের খামতি থাকবে না তা বলার অপেক্ষা রাখে না।
More News:
16th December 2019
16th December 2019
16th December 2019
মতিলাল নেহেরুকে নিয়ে অশালীন মন্তব্য, গ্রেফতার অভিনেত্রী পায়েল
15th December 2019
16th December 2019
প্রবীরের দোকানে ধার শোধ করবে খোকন! প্রকাশ্যে 'দ্বিতীয় পুরুষ'-এর ট্রেলার
15th December 2019
15th December 2019
15th December 2019
14th December 2019
14th December 2019
Leave A Comment