এই মুহূর্তে

‘Pushpa 2’ দেখতে গিয়ে মহিলার মৃত্যু, পরিবারকে ২৫ লক্ষ আর্থিক সাহায্য আল্লু অর্জুনের

নিজস্ব প্রতিনিধি: গত ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী ৭ টি ভাষায় মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা 2’। মুক্তির আগেই ছবিটিকে ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছিলেন ভক্তরা। ভক্তদের সেই প্রত্যাশা একেবারেই বিফলে যায়নি। মুক্তির প্রথম দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে পুষ্পা 2। এমনকী প্রথমদিনেই একাধিক ব্লকবাস্টার ছবির রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা 2। দেশব্যাপী আয় করেছে ১৭৫ কোটি টাকা। ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। এই ছবিও সেই সময়ে করোনাকালীন বক্সঅফিসে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। আয় করেছিল ৫০০ কোটির বেশি। তখন থেকে পুষ্পা 2-এর উপর দ্বিগুণ প্রত্যাশা রেখেছিলেন ভক্তরা। অবশেষে ভক্তদের সব চাহিদা পূরণ করলেন নির্মাতা এবং ছবির কলাকূশলীরা। গত ৪ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছিল পুষ্পা 2-এর শো। হলের বাইরে আতশবাজি ফাটিয়ে আল্লু অর্জুনকে স্বাগত জানিয়েছেন তাঁর দক্ষিণী রাজ্যের ভক্তরা। শুধু তাই নয়, পুষ্পা 2 দেখতে দেশব্যাপী হলগুলিতে ভিড় উপচে পড়ছে দর্শকদের। আর তাতেই চোখে পড়েছে একাধিক বিপত্তি। ভক্তদের প্রবল উন্মাদনায় বিপন্ন হয়েছে সাধারণভাবে দর্শকদের জীবন। ভিড় কন্ট্রোলে আনতে গিয়ে রীতিমতো ঘাম ঝরেছে পুলিশের। এমনকী গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে  ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেই সময়েই অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান একজন মহিলা। আল্লু অর্জুনের ভক্তরা থিয়েটারে ভিড় করেছিল, যার পরে পুলিশ নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ শুরু করেন। আর সেই সময়েই ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত হন একজন মহিলা এবং তার ছেলে আহত হন।

ঘটনাটির কথা জানার পরেই ওই নিহত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন খোদ আল্লু অর্জুন। এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ গিয়ে অভিনেতা একটি ভিডিও শেয়ার করে বলেছেন যে, তিনি এবং পুরো ফিল্ম টিম নিহতের পরিবারের সঙ্গে থাকবেন। এবং শোকসন্তপ্ত পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য করবেন। পাশাপাশি তিনি পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। ভিডিওটির শেয়ার করে আল্লু অর্জুন ক্যাপশনে লিখেছেন, “সন্ধ্যা থিয়েটারে দুঃখ জনক ঘটনায় আমার হৃদয় ভেঙে পড়েছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে তারা এই বেদনায় একা নয়, তাদের সঙ্গে আমি দেখা করব।”

অন্যদিকে বৃহস্পতিবার এই ঘটনায় সেন্ট্রাল জোনের ডিসিপি অক্ষাংশ যাদব বলেছেন যে, আল্লু অর্জুন এবং তার নিরাপত্তা দলকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং পুলিশ ঘটনার পিছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে। এদিকে বক্স অফিসে গর্জে উঠছে ‘পুষ্পা 2’। বৃহস্পতিবার ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমা হলগুলিতে ‘হাউসফুল’ শোয়ের বোর্ড ঝুলছে। ‘পুষ্পা 2’-এর টিম অনুসারে, ছবিটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ২৯৪ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে ছবির আয় হয়েছে ৪০০ কোটি। যা শাহরুখ খান-অভিনীত ‘জওয়ান’-এর প্রথম দিনের রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকী RRR-এর ও রেকর্ড ভেঙে দিয়েছে। সুকুমার দ্বারা পরিচালিত, মিথ্রি মুভি মেকারস এবং মুত্তামসেটি মিডিয়া দ্বারা প্রযোজিত, ছবিতে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল পুষ্পা রাজ, শ্রীবল্লী এবং ভানওয়ার সিং শেকাওয়াতের চরিত্রে অভিনয় করছেন। আর আল্লু অর্জুন পুষ্পা 2-এর প্রথম অংশে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। লাল চন্দন কাঠের চোরাচালানের পটভূমিতে ছবিটি নির্মিত হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সইফের হামলাকারীর নয়া ছবি প্রকাশ্যে, হামলার পরেই বদলে নিয়েছিল পোশাক

আজ থেকেই প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর বাড়তি ২০ মিনিট দেখতে পারবেন ভক্তরা

TRP-তে চমক! গীতা LLB, ফুলকিকে বোল্ড-আউট করে নতুনের জয়জয়কার

সইফের হামলাকারী অধরা, নিরীহ লোককে পাকড়াও পুলিশের

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

সইফের ওপরে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর