নিজস্ব প্রতিনিধিঃ সালটা ১৮৭৯, স্থান কলকাতা। ময়দান মাঠে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হন এক ১০ বছরের এক বাঙালি শিশু। তিনি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। যার পায়ে ফুটবল কথা বলত। সেই লেজেন্ডের অদম্য জেদের কাহিনীই পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফ এর প্রযোজনায় পুজোয় আসতে চলেছে নতুন ছবি ‘গোলন্দাজ’ অভিনয় করছেন মূল চরিত্রে ইশা শাহা ও অভিনেতা দেব। শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হল এই ছবির অ্যান্থেম লঞ্চ। উপস্থিত ছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, দেব, ইশা সাহা ও অন্যান্য কলাকুশলীরা।
মূলত যেরকমের ছবিতে দর্শক দেবকে দেখে অভ্যস্ত সেখান থেকে আমূল পরিবর্তিত এক চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক একথা বলাই বাহুল্য। অন্যদিকে অভিনেতা নিজেও জানান, এই ধরনের পিরিয়ডিকাল ছবি করা সব সময়ই একটু চাপ সৃষ্টি করে। তবে এই ছবি যে দর্শককে ফের হলমুখ করবে তা তাঁর বিশ্বাস। অন্যদিকে দেবের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন পরিচালক। তিনি জানান, ফুটবলের সমস্ত টেকনিক আয়ত্ত করেছেন দেব অনায়াসে। চোট পাওয়ার পরেও মাত্র আধ ঘণ্টা বিশ্রাম নিয়েই আবারও শুটিং সেরেছেন। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল গোলন্দাজ। কিন্তু মহামারীর কারণে তাতে বাধা সৃষ্টি হয়। এবার পুজোয় মুক্তি পেতে চলেছে ছবিটি।