পুনরায় শুটিং শুরু হল 'দোবারা'র
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই করফাঁকি দেওয়ার অভিযোগ উঠল ‘ফ্যান্টম ফিল্মস’-এর বিরুদ্ধে। পরিচালক অনুরাগ কশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নু সহ প্রযোজনা সংস্থার আরও কয়েক জন সদস্যের নাম জুড়ল করফাঁকি-বিতর্কে। সূত্রের খবর, ফ্যান্টম ফিল্মের সঙ্গে যুক্ত প্রায় ৩০টি এলাকায় তল্লাশি চালান হয়েছে। এমনকি সংস্থার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির সঙ্গেও কথা বলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ৩০০ কোটি টাকার কোনও হদিশ পাওয়া যায়নি। কর্মকর্তারা আরও জানিয়েছেন ফ্যান্টম ফিল্মের চলচ্চিত্র পরিচালক ও শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার লেনদেনে হেরাফেরি ও নিম্ম মূল্যায়নের একাধিক প্রমাণ তাঁরা পেয়েছেন। যার আর্থিক পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা।
এরপরই আজ শনিবার নিজের ইনস্টা থেকে একটি ছবি শেয়ার করেছে পরিচালক অনুরাগ কাশ্যপ। সেখানে তাঁর সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তাপসী পান্নুকে। দুজনেই বসে আছে একই চেয়ারে। অর্থাৎ তাপসীর কোলে বসে রয়েছে অনুরাগ। দুজনের মুখেই প্রাণ খোলা হাসি। ছবিটি ছেড়ে ক্যাপশনে অনুরাগ লিখেছেন, ' আমরা আবার শুরু করছি.. দোবারা..নেটিজেনদের প্রতিও আমাদের ভালোবাসা রইল।' উল্লেখ্য, ২২শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ছবির শুটিং।
এরপরই আজ শনিবার নিজের ইনস্টা থেকে একটি ছবি শেয়ার করেছে পরিচালক অনুরাগ কাশ্যপ। সেখানে তাঁর সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তাপসী পান্নুকে। দুজনেই বসে আছে একই চেয়ারে। অর্থাৎ তাপসীর কোলে বসে রয়েছে অনুরাগ। দুজনের মুখেই প্রাণ খোলা হাসি। ছবিটি ছেড়ে ক্যাপশনে অনুরাগ লিখেছেন, ' আমরা আবার শুরু করছি.. দোবারা..নেটিজেনদের প্রতিও আমাদের ভালোবাসা রইল।' উল্লেখ্য, ২২শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ছবির শুটিং।
More News:
18th April 2021
'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র জন্য পেক্ষাগৃহ নয়, ওটিটি-ই ভরসা সঞ্জয়ের
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
আলমবাজারে বিক্ষোভের মুখে পার্ণো! লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
17th April 2021
Leave A Comment