নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালের আগে ‘কপিল শর্মা শো’তে ছিলেন নভজ্যোৎ সিং সিধু। কিন্তু তারপরেই সিধুর জায়গা আসেন অর্চনা পূরণ সিং। সম্প্রতি, পঞ্জাবে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। এর পরেই জোর গুঞ্জন শুরু হয়ে যায়, তাহলে কি আবার ফের একবার এই জনপ্রিয় রিয়েলিটি শো-তে দেখা যাবে সিধুকে! তাহলে সেক্ষেত্রে কী হবে অর্চনার?
এবার এই বিষয়ে সোজাসুজি মুখ খুললেন তিনি। বলি-অভিনেত্রীর কথায়, ‘সিধু সত্যিই যদি এই শো-তে ফিরে আসতে চায় তা একদিক থেকে আমার জন্য বেশ ভালোই হবে। এতদিন এই শোয়ের জন্য যেসব কাজ করতে পারছিলাম না, এবার সেসব নিশ্চিন্তে করতে পারব। প্রতি সপ্তাহে দুটো দিন আমাকে এই শোয়ের জন্য অনেক আগে থাকতেই ফাঁকা রেখে দিতে হয়। ফলে প্রস্তাব পেলেও অনেক কাজ নিতে পারিনি। বিশেষত যে সমস্ত শুটিং ভারতের বাইরে অথবা মুম্বইয়ের বাইরে সে সব করতে পারিনি এতদিন’।
পাশাপাশি তিনি আর জানিয়েছেন, ‘একই ভাবে ৬-৭ ঘণ্টা বসে থাকা, অন্যের জোক শোনা এবং পরিস্থিতি অনুযায়ী হেসে ওঠা কিংবা প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক কতটা কঠিন বুঝবেন যদি একদিন আমার জায়গায় প্রশ্নকারীদের কেউ বসেন। আমার তাঁদের কাছে অনুরোধ তাঁরা যেন একদিন সেটে আসেন। এসে দেখে যান গোটা ব্যাপারটা’। উল্লেখ্য, ‘দ্য কপিল শর্মা শো’-তে সিধুর প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন উঠলেও এখনও পর্যন্ত শো কর্তৃপক্ষের তরফে কেমন কোনও ঘোষণা করা হয়নি।