বাংলা সিরিয়ালে করোনার থাবা! আক্রান্ত 'দেশের মাটি'র নোয়া
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনার হানা এবার টলিউডে। আক্রান্ত হলে ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস। বাংলা টেলি জগতে সেরার সম্মান পেয়েছেন তিনি। কিন্তু আজকে দুঃসংবাদ শোনালেন অভিনেত্রী। ডাক্তারের পরামর্শ মতন আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। নিচ্ছেন ওষুধও। স্বাদ ও গন্ধ পাচ্ছেন না অভিনেত্রী। এছাড়া আছে সর্দি এবং দুর্বলতা। তার বাইরে মোটামুটি ঠিকই আছেন অভিনেত্রী শ্রুতি দাস। এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান অভিনেত্রী।
মঙ্গলবার ফেসবুকেও সে কথা জানিয়ে শ্রুতি লেখেন, “আমি কোভিড আক্রান্ত। গত ২ তারিখ থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা চলছে আমার। স্বাদ-গন্ধ পাচ্ছি না। শরীর দুর্বল।” একই সঙ্গে বিগত কয়েক দিন যে বা যারা শ্রুতির সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন নায়িকা। এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক ‘দেশের মাটি’তে অভিনয় করছেন শ্রুতি। আপাতত তাঁর আরোগ্য কামনায় সাধারণ থেকে সেলেবরা।
মঙ্গলবার ফেসবুকেও সে কথা জানিয়ে শ্রুতি লেখেন, “আমি কোভিড আক্রান্ত। গত ২ তারিখ থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা চলছে আমার। স্বাদ-গন্ধ পাচ্ছি না। শরীর দুর্বল।” একই সঙ্গে বিগত কয়েক দিন যে বা যারা শ্রুতির সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন নায়িকা। এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক ‘দেশের মাটি’তে অভিনয় করছেন শ্রুতি। আপাতত তাঁর আরোগ্য কামনায় সাধারণ থেকে সেলেবরা।
More News:
15th April 2021
নাগা সন্ন্যাসীদের জমায়েত নিয়ে মন্তব্য, খুনের হুমকি করণ ওয়াহিকে
15th April 2021
15th April 2021
15th April 2021
15th April 2021
14th April 2021
14th April 2021
14th April 2021
Leave A Comment