প্রকাশ্যে আসল 'ভুল ভুলাইয়া ২' মুক্তির দিন
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনার জন্য আটকে গিয়েছিল ছবির মুক্তি। তবে আজ, সোমবার জানা গিয়েছে আগামী ১৯শে নভেম্বর মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত নতুন ছবি 'ভুল ভুলাইয়া ২'। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে টাবুকে। টি-সিরিজের ব্যানারে দেখা যাবে এই ছবিটিকে। এই ছবি পরিচালনা করছেন অনীশ বাজামি।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম 'ভুল ভুলাইয়া' মুক্তি পেয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান। সম্প্রতি টি-সিরিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে এই ছবি মুক্তির দিনের কথা ঘোষণা করা হয়েছে।
কার্তিক আরিয়ানকে তাঁর সর্বশেষ ছবি 'লাভ আজ কাল'য়ে দেখা গিয়েছে। এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা গেছে সারা আলি খানকে। পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে 'দোস্তানা ২' ও 'ধামাকা'র মতন তাবড় তারড় ছবিগুলি। অন্যদিকে, আসতে চলেছে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ছবি 'শেরশাহ'। এই ছবিটি মুক্তি পাবে ২রা জুলাই। একই সঙ্গে কিয়ারাকে দেখা যাবে বরুণ ধাওয়ান অভিনীত ছবি 'যুগ যুগ জিও'তে।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম 'ভুল ভুলাইয়া' মুক্তি পেয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান। সম্প্রতি টি-সিরিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে এই ছবি মুক্তির দিনের কথা ঘোষণা করা হয়েছে।
কার্তিক আরিয়ানকে তাঁর সর্বশেষ ছবি 'লাভ আজ কাল'য়ে দেখা গিয়েছে। এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা গেছে সারা আলি খানকে। পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে 'দোস্তানা ২' ও 'ধামাকা'র মতন তাবড় তারড় ছবিগুলি। অন্যদিকে, আসতে চলেছে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ছবি 'শেরশাহ'। এই ছবিটি মুক্তি পাবে ২রা জুলাই। একই সঙ্গে কিয়ারাকে দেখা যাবে বরুণ ধাওয়ান অভিনীত ছবি 'যুগ যুগ জিও'তে।
The edge-of-the seat comedy psychological thriller, #BhoolBhulaiyaa2 starring @TheAaryanKartik, #Tabu & @advani_kiara will release in theatres on 19th November 2021. Produced by #BhushanKumar, @MuradKhetani & #KrishanKumar under the banner of @TSeries & @Cine1Studios. pic.twitter.com/UCbZnS4zIY
— T-Series (@TSeries) February 22, 2021
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment