'ভূত পুলিশে'র মুক্তির দিন ঘোষণা করলেন অর্জুন
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বড় পর্দায় মুক্তি পেতে চলেছে হরর কেমডি ছবি 'ভূত পুলিশ'। আজ, মঙ্গলবার অভিনেতা অর্জুন কাপুর নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন ১০ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। অর্জুন কাপুর ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ইয়ামি গৌতম, জ্যাকলিন ফার্নান্ডেস ও সইফ আলি খান। ছবিটির পরিচালনা করেছেন পবন কৃপালানি। এই প্রথম অর্জুন কাপুরকে দেখা যাবে ইয়ামি, জ্যাকলিন ও সইফ আলি খানের সঙ্গে। ধরমশালায় চলছে 'ভুত পুলিশ' ছবির শুটিং।
এই ছবি শুটিংয়ের আগে সহ অভিনেতাদের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। যেখানে সইফ, অর্জুন, জ্যাকলিনদের সঙ্গে দেখা যায় পরিচালক পবন কৃপালানি, প্রযোজক রমেশ তৌরানী ও অক্ষয় পুরীকে। করোনাকালে চার্টার্ড বিমানে উড়ে যেতে দেখা গিয়েছিল ছবির কলাকুশলীদের। চার্টার্ড বিমানে ডালহৌসি পৌঁছনোর সময় নিজেদের মধ্যে গল্পে মশগুল হতে দেখা গেল অর্জুন-সইফ-ইয়ামি-জ্যাকলিনদের। তারই কিছু ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অর্জুন কাপুর। টানা ৭ মাস মুম্বইয়ে আটকে থাকার পর ছবির কাজের উড়ে যেতে পেরে খুশি অর্জুন কাপুর।
এই ছবি শুটিংয়ের আগে সহ অভিনেতাদের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। যেখানে সইফ, অর্জুন, জ্যাকলিনদের সঙ্গে দেখা যায় পরিচালক পবন কৃপালানি, প্রযোজক রমেশ তৌরানী ও অক্ষয় পুরীকে। করোনাকালে চার্টার্ড বিমানে উড়ে যেতে দেখা গিয়েছিল ছবির কলাকুশলীদের। চার্টার্ড বিমানে ডালহৌসি পৌঁছনোর সময় নিজেদের মধ্যে গল্পে মশগুল হতে দেখা গেল অর্জুন-সইফ-ইয়ামি-জ্যাকলিনদের। তারই কিছু ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অর্জুন কাপুর। টানা ৭ মাস মুম্বইয়ে আটকে থাকার পর ছবির কাজের উড়ে যেতে পেরে খুশি অর্জুন কাপুর।
More News:
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
Leave A Comment